৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫

নবান্ন অভিযানের নামে হামলা হতে পারে, আশঙ্কা পুলিশের

কলকাতা : মঙ্গলবার নবান্ন অভিযান কর্মসূচি ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’ নামক সংগঠনের। এই নবান্ন অভিযান বেআইনি বলে স্পষ্ট জানিয়ে দিল পুলিশ। এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এডিজি-দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ও এডিজি (আইনশৃঙ্খলা) মনোজকুমার ভার্মা। আরজি করে চিকিৎসক খুনের বিচার চেয়ে নবান্ন অভিযান হবে ২৭ আগস্ট, মঙ্গলবার। সেই নবান্ন অভিযান নিয়ে এডিজি-দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন, ‘নবান্ন অভিযান নিয়ে পুলিশকে কিছু জানানো হয়নি। এমন অভিযান বেআইনি। নবান্ন রাজ্যের সচিবালয়। এখানে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ১৬৩ ধারা বলবৎ রয়েছে। আন্দোলনকারীদের বলা হয়েছিল, অন্য জায়গায় করলে কোনও আপত্তি নেই।’

এদিনের সাংবাদিক বৈঠক থেকে বড় আশঙ্কার কথা শোনান পুলিশ আধিকারিকরা। সাধারণ মানুষ ও মহিলাদের সামনে রেখে নবান্ন অভিযানের নামে হামলা হতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ ভার্মা জানান, ‘একাংশ চাইছে এখানে গন্ডগোল হোক, যাতে পুলিশ কোনও পদক্ষেপ করে। যেটার ফায়দা তুলবে মিছিলের আহ্বায়করা। পুলিশের কাছে যা খবর আসছে, সেই মতো কাজও শুরু করে দিয়েছে পুলিশ।’ এডিজি-দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন, ‘বিশ্বস্ত সূত্রে বেশ কিছু তথ্য এসেছে। ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে’র তরফে একজন গতকাল শহরের একটি পাঁচ-তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন। সে’ব্যাপারে আমরা তথ্যপ্রমাণ সংগ্রহ করছি। সাধারণ মানুষের ভিড়ে মিশে আগামিকাল কিছু দুষ্কৃতী ব্যাপক গন্ডগোল, অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে বলেও খবর পেয়েছি।’

মঙ্গলবার ইউজিসি নেট পরীক্ষা রয়েছে। উদ্বিগ্ন পরীক্ষার্থী থেকে অভিভাবকরা। এদিন পরীক্ষার্থীদের আস্বস্ত করে সুপ্রতিম সরকার বলেন, ‘অনেক মেইল আসছে আমাদের কাছে। তারা কীভাবে পৌঁছবেন, জিজ্ঞাসা করছেন। আগামিকাল রাস্তায় পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকবে। কোনও পরীক্ষার্থী অসুবিধায় পড়লে পুলিশকে জানান। আমরা ব্যবস্থা করব। বিশেষ বাসও থাকবে।’

সকালেই তৃণমূলের তরফে ভিডিও দেখিয়ে নবান্ন অভিযানে অশান্তি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। পুলিশও এবার সেই আশঙ্কার কথা শোনালো। সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক ভিডিওর ওপর নজর রাখছে পুলিশ। ব্যবস্থাও নেওয়া হচ্ছে রাজ্য পুলিশের তরফ থেকে। মঙ্গলবার নবান্ন অভিযানে থাকতে পারেন বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী। অংশ নেবে ডিএ আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চও।

Scroll to Top