২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

প্রশ্নপত্রের ভুল খতিয়ে দেখতে এক্সপার্ট কমিটি, নির্দেশ ডিভিশন বেঞ্চের

কলকাতা : টেটে প্রশ্ন ভুল মামলায় এবার ৩ সদস্যের এক্সপার্ট কমিটি গঠনের নির্দেশ দিলেন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। ১৪ দিনের মধ্যে কমিটিকে দিতে হবে রিপোর্ট। কমিটিতে থাকবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের একজন প্রতিনিধি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক প্রতিনিধি। ২০১৭ সালে অন্তত ১২টি প্রশ্ন, ২০২২ সালে প্রায় ২৪টি প্রশ্ন ভুল থাকার অভিযোগ ওঠে। তা নিয়ে মামলাও হয় হাইকোর্টে। সেই মামলার ভিত্তিতেই প্রশ্নপত্র খতিয়ে দেখতে কমিটি গঠন আদালতের।

এর আগে অবশ্য এই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা ২০২২ সালের টেটে ২৪টি প্রশ্ন ভুলের মামলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ও ২০১৭ সালের প্রশ্ন ভুলের মামলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে বিশেষ কমিটি গড়ে প্রশ্ন খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিলেন। ২টি নির্দেশকেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার প্রশ্ন ভুল মামলায় এক্সপার্ট কমিটি গঠন করল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। প্রশ্ন ভুল প্রমাণিত হলে, নম্বর বাড়তে পারে কয়েক লক্ষ পরীক্ষার্থীর।

Scroll to Top