৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

১০ দিনে দেশের ধর্ষণ-সংখ্যা তুলে ধরে কড়া আইন ও কঠোর বিচারের দাবি অভিষেকের

High News Digital Desk:

কলকাতা : ধর্ষণের মত নারকীয় ঘটনার বিরুদ্ধে দেশকে জেগে ওঠার ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ১০ দিনের পরিসংখ্যান তুলে ধরে অভিষেক উল্লেখ করেন, ভারতে প্রতি ১৫ মিনিটে একজন করে নারী ধর্ষিত হয়েছেন। সামাজিক মাধ্যমে পোস্ট করে এরই বিরুদ্ধে দেশবাসীর প্রতি জাগরণের ডাক দিয়েছেন তৃণমূল সাংসদ।

আজ সকাল ১০টা ৫৫-তে নিজের এক্স (X) হ্যান্ডলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘গত ১০ দিনে, দেশবাসী যখন আরজিকর হাসপাতালের নারকীয় হত্যালীলার প্রতিবাদে ও সুবিচারের দাবিতে সোচ্চার, তখন দেশের বিভিন্ন প্রান্তে ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। সেই সময়েই এইসব ঘটেছে, যখন আরজি কর হাসপাতালের ভয়াবহ নৃশংস ঘটনার প্রতিবাদে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। এটা দুঃখের যে, এই সমস্যার স্থায়ী সমাধান এখনও বিস্তারিতভাবে অনালোচিত।’

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স (X) হ্যান্ডলে ধর্ষণের পুঙ্খানুপুঙ্খ তথ্য পেশ করে লিখেছেন, ‘গত ১০ দিনের হিসেবে দেশে প্রতিদিন ধর্ষণের সংখ্যা ৯০। প্রতি ঘণ্টায় ৪ জন ধর্ষিত হয়েছেন। অর্থাৎ প্রতি ১৫ মিনিটে ১টি করে ধর্ষণের ঘটনা ঘটেছে। চূড়ান্ত পদক্ষেপ যে এখন আশু-প্রয়োজন, তা স্পষ্ট। অসার অঙ্গীকার নয়, ৫০ দিনের মধ্যে শুনানির মাধ্যমে অপরাধীকে দোষী সাব্যস্ত করে চরম সাজা দেওয়ার মতো কঠোর আইন আনা জরুরি। দ্রুত ও কঠোর বিচার নিশ্চিত করতে কেন্দ্র যাতে ধর্ষণ-বিরোধী আইন আনতে বাধ্য হয়, তার জন্য রাজ্য সরকারগুলির সচেষ্ট হওয়া উচিত।’

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, দেশে ধর্ষণের মতো অপরাধের যে ছবি ধরা পড়ছে, তাতে এর বিরুদ্ধে কড়া আইন ও কঠোর বিচারব্যবস্থা অত্যন্ত প্রয়োজন। ‘এর চেয়ে কম কিছু মানেই, তা হবে শূন্যগর্ভ এবং নিষ্ফলা।’

Scroll to Top