কলকাতা : ১৯ আগস্ট দেশ জুড়ে পালিত হচ্ছে রাখিবন্ধন উৎসব। উৎসব পালন হচ্ছে পশ্চিমবঙ্গেও। কিন্তু মন ভালো নেই রাজ্যের। কয়েকদিন আগে তিলোত্তমার বুকে ঘটে গিয়েছে ভয়ঙ্কর ঘটনা। খাস আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের সঙ্গে হয়ে গিয়েছে নারকীয় অত্যাচার। উত্তাল রাজ্য সহ গোটা দেশ। আঁচ পড়েছে দেশের বাইরেও।
সোমবার রাখির দিন শহর জুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়েছে রাজনৈতিক দলগুলো। শাসক থেকে বিরোধী, প্রতিবাদের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন সম্প্রীতির উৎসবকে। এরই মধ্যে অন্যরকম ছবি দেখা গেল খোদ আরজি কর হাসপাতালের বাইরেই। যে জায়গা গত কয়েকদিন ধরে প্রতিবাদের আঁতুড় ঘর, সেখানেই সম্প্রীতির ছবি ধরা পড়ল। আন্দোলনরত ডাক্তাররা রাখি পরিয়ে দিলেন কর্তব্যরত পুলিশকর্মীদের। যে পুলিশের আচরণের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যবাসী, সেই পুলিশকেই রাখি! তৈরি হল এক অন্যরকম নজির। কর্তব্যরত তরুণী চিকিৎসকের প্রতিমূর্তির সামনে দাঁড়িয়ে ছেলেদের হাতে রাখি বাঁধলেন অন্যান্য তরুণী চিকিৎসকরা।পুলিশকর্মীদের হাতেও রাখি পরিয়ে দিলেন তাঁরা। পাল্টা মহিলা পুলিশকর্মীরাও ডাক্তারদের হাতে বেঁধে দেন রাখি। পুলিশকর্মীরা ধন্যবাদ জানিয়েছেন এমন উদ্যোগকে।
বর্তমান অস্থির সময়ে দাঁড়িয়ে এ যেন এক ‘বেঁধে বেঁধে থাকার’ শপথ। প্রতিবাদ থাকবে, প্রতিরোধ থাকবে এই শহরে। তবে এত কিছুর পরেও মানবিকতা, ভালোবাসা যে হারিয়ে যায়নি তিলোত্তমার, সেটাই একবার মনে করিয়ে দিল রাখির দিনের আরজি কর হাসপাতাল।







