কলকাতা : শুক্রবার এসইউসিআইয়ের ডাকে ১২ ঘণ্টা বাংলা বনধ। সঙ্গে বিজেপির ২ ঘণ্টা কর্মবিরতির আবেদন। মোকাবিলায় সক্রিয় রাজ্য। রাজ্যের তরফ থেকে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, শুক্রবার ১২ ঘণ্টার বনধের কোনও প্রভাব রাজ্যে পড়বে না। অন্য দিনের মতোই পরিবহণ পরিষেবা সচল থাকবে। যান চলাচল স্বাভাবিক রাখতে স্টেট ট্রান্সপোর্ট অথরিটির সচিবকে নির্দেশ দিয়েছে নবান্ন। নির্দেশে বলা হয়েছে, পরিষেবা সচল রাখতে স্টেট ট্রান্সপোর্ট অথরিটির সচিব সমস্ত বেসরকারি পরিবহণ অপারেটর এবং সমিতিগুলির সঙ্গে সমন্বয় স্থাপনের কাজ করবেন।
১৬ আগস্ট পরিবহণকর্মীদের সমস্ত ছুটি বাতিল করেছে রাজ্য। যথাযথ কারণ ছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলিতে কর্মীদের গরহাজিরায় বেতন কাটা হবে বলেও জানানো হয়েছে নবান্নের তরফে। মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বার্তা দিয়েছেন, রাজ্য সরকার বনধ ও কর্মবিরতির সংস্কৃতির বিরুদ্ধে। অতীতে বনধ মোকাবিলায় কড়া হতে দেখা গেছে রাজ্যকে। এবারও বনধ বিরোধিতার সেই নীতি মেনেই পদক্ষেপ নবান্নের।








