৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫

সিজিও কমপ্লেক্সে ৩ চিকিৎসকের বয়ান রেকর্ড

কলকাতা : আরজি কর হাসপাতালে মৃত চিকিৎসক-তরুণীর বাড়িতে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। সোদপুরে নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বললেন সিবিআই আধিকারিকরা। বুধবার তদন্তভার গ্রহণ করে সিবিআই। পুলিশের থেকে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে হেফাজতে পেয়েই জিজ্ঞাসাবাদ শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দাকারী সংস্থা। বুধবার দুপুরে আরজি কর হাসপাতালে গিয়ে সেমিনার হল ঘুরে দেখার পাশাপাশি নমুনাও সংগ্রহ করেছেন তাঁরা।

আরজি কর হাসপাতালে চিকিৎসক-তরুণীর মৃত্যুর তদন্তে ৩ চিকিৎসককে তলব করেছে সিবিআই। সিজিও কমপ্লেক্সে তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে। সিবিআই সূত্রে খবর, তলব করা হয়েছে আরজি কর হাসপাতালের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ, চেস্ট বিভাগের প্রধান অরুণাভ দত্তচৌধুরী ও ফরেন্সিক বিভাগের চিকিৎসক মলি বন্দ্যোপাধ্যায়কে। মলি বন্দ্যোপাধ্যায় নিহত তরুণী-চিকিৎসকের ময়নাতদন্তের সঙ্গেও যুক্ত ছিলেন। এর পাশাপাশি, ঘটনার দিন নির্যাতিতার সঙ্গে ডিউটিতে থাকা বেশ কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।

আরজি কর হাসপাতাল চত্বরে মাঝরাতে ভাঙচুর-হামলার ঘটনার পর কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের ফোন করেন সিবিআইয়ের অফিসাররা। ঘটনার বিবরণ সিবিআইকে জানায় কলকাতা পুলিশ। তদন্তের সুবিধার জন্য এবার এক মহিলা অফিসারকে তদন্তকারী দলে নিয়েছে সিবিআই। তাঁকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে।

Scroll to Top