২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

কৃষ্ণনগরে সীমান্ত-বাহিনীর ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি

High News Digital Desk:

কলকাতা : ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে নদিয়ার কৃষ্ণনগরে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালন করল বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)। এই উপলক্ষে ওই এলাকায় একটি বাইক র‍্যালি করে তারা।

সংবাদ সংস্থা এএনআই (ANI)-কে কৃষ্ণনগরের বিএসএফ ডিজি সঞ্জয় কুমার (Sanjay Kumar, DG, BSF, Krishnanagar) জানিয়েছেন, ‘আমরা চাই ভারতের সকল নাগরিক নিজেদের দেশের জন্য গর্ব অনুভব করুক। আমরা চাই প্রত্যেক ভারতবাসী নিজের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করুক।’

এএনআই-কে সঞ্জয় কুমার আরও জানিয়েছেন, ‘ আমরা জাতীয় পতাকা বিলি করছি। প্রতিবেশী দেশগুলির উদ্দেশে বৈচিত্রের মধ্যে ঐক্যের বার্তা পাঠাচ্ছি আমরা।’

কৃষ্ণনগরের বিএসএফ ডিজি সঞ্জয় কুমার প্রত্যাশা প্রকাশ করেছেন, ‘আসন্ন ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসে আমরা প্রতিটি ঘরে তেরঙা পতাকা দেখতে চাই।’

বুধবার বিএসএফের ‘হর ঘর তিরঙ্গা’ উপলক্ষে বাইক র‍্যালিকে ঘিরে কৃষ্ণনগর জুড়ে আগ্রহ-উৎসাহ-উদ্দীপনা ছিল তুঙ্গে। এদিন বিভিন্ন এলাকায় জাতীয় পতাকা বিতরণ করতে দেখা যায় বিএসএফ আধিকারিক ও জওয়ানদের। এমনকী, ফেরিঘাটেও বিলি করা হয় জাতীয় পতাকা।

৮ থেকে ৮০, নারী-পুরুষ নির্বিশেষে কৃষ্ণনগরের
সকল বয়সের বাসিন্দাকে জাতীয় পতাকা সংগ্রহের জন্য সোৎসাহে জড়ো হতে দেখা গিয়েছে।

Scroll to Top