কলকাতা : আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব নিয়েছেন সুহৃতা পাল। দায়িত্ব নিয়েই নিরাপত্তায় জোর নয়া অধ্যক্ষের। নিরাপত্তা খতিয়ে দেখতে হাসপাতালে এক বিশেষ দল গঠন করলেন সুহৃতা। এই বিশেষ দল হাসপাতালের বিভিন্ন জায়গা ঘুরে দেখে ঠিক করবেন, নিরাপত্তা বাড়ানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে কী কী পদক্ষেপ করতে হবে। রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তা আরও আঁটোসাঁটো করতে এর মধ্যেই ৫ লক্ষ টাকা করে বরাদ্দ করেছে রাজ্যের স্বাস্থা দফতর।
আরজি করের আন্দোলনকারীদের দাবি-সমূহের মধ্যে মূল দাবি ছিল নিরাপত্তা। মঙ্গলবার আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের পরই নিরাপত্তা বিষয়ে বড় সিদ্ধান্ত নিলেন সুহৃতা পাল। নিরাপত্তার বিষয়ে গঠন করা বিশেষ দলে থাকছেন পুলিশ, পূর্ত দফতর ও হাসপাতালের প্রতিনিধি। হাসপাতালের কোন জায়গায় আরও সিসিটিভি প্রয়োজন, সেই সিদ্ধান্ত নেবেন বিশেষ দলে থাকা পুলিশের প্রতিনিধি। এ’ছাড়াও হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে আর কী কী পদক্ষেপ প্রয়োজনীয়, তাও ঠিক করবে এই দল।
দায়িত্বভার গ্রহণের পর আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন অধ্যক্ষ। জানতে চান তাঁদের দাবি। আরজি করের সমস্যা সমাধানে আন্দোলনকারীদের বক্তব্য লিখিত আকারে জমাও দিতে বলেন অধ্যক্ষ সুহৃতা পাল।