৬ পৌষ ১৪৩২ সোমবার ২২ ডিসেম্বর ২০২৫
৬ পৌষ ১৪৩২ সোমবার ২২ ডিসেম্বর ২০২৫

কাজে ফিরুন জুনিয়র চিকিৎসকরা, আবেদন স্বাস্থ্য-সচিবের

কলকাতা : আরজি কর হাসপাতালে চিকিৎসক -তরুণীর মৃত্যুতে দেশ জুড়ে আন্দোলনে চিকিৎসকরা। বিচার চেয়ে উত্তাল রাজ্য। চিকিৎসকদের কর্মবিরতি চলছে সরকারি হাসপাতালগুলিতে। প্রভাব পড়ছে হাসপাতালের চিকিৎসা পরিষেবায়। ভোগান্তির শিকার রোগী ও তাঁদের পরিজনরা।

এরই মধ্যে চিকিৎসকদের আন্দোলন নিয়ে সাংবাদিক বৈঠক করল রাজ্যের স্বাস্থ্য দফতর। এদিন স্বাস্থ্য-সচিব নারায়ণ স্বরূপ নিগম বার্তা দেন আন্দোলনকারীদের উদ্দেশে। সাংবাদিক বৈঠকে নারায়ণ স্বরূপ নিগম বলেন, ‘আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে যা হয়েছে, কড়া ভাষায় তার নিন্দা করছে রাজ্য সরকার। আমরা এই ঘটনার যথাযথ তদন্ত করার ব্যাপারে বদ্ধপরিকর। ঘটনাটি প্রকাশ্যে আসার পরে প্রথম দিনেই যথাযথ তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়েছে। রাজ্য সরকারের তরফে নিশ্চিত করা হচ্ছে, অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে। পুলিশ ঘটনার ১২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করেছে। আমি ব্যক্তিগত ভাবে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে দেখা করেছি এবং তাঁদের নিশ্চিত করে এসেছি যে, ঘটনার যথাযথ তদন্ত হবে এবং অপরাধীরা শাস্তি পাবে। কলেজের অধ্যক্ষ এবং সুপারকেও বদলে দেওয়া হয়েছে। যদিও তার পরেও রাজ্যের মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে রোগী পরিষেবা ব্যাহত হয়েছে।’

হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রাখতে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদন করেছেন রাজ্যের স্বাস্থ্য সচিব। তিনি বলেন, ‘আন্দোলনকারীরা কর্মবিরতিতে সামিল। সিনিয়র চিকিৎসকরা জরুরি পরিষেবা ও জরুরি বিভাগের চাপ সামলাচ্ছেন। আমাদের কাছে রোগীদের থেকে বেশ কিছু অভিযোগ আসছে। আমাদের আবেদন, চিকিৎসকরা যেন পরিষেবা বন্ধ না করেন।’

সাংবাদিক বৈঠক ডাকলেও এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাব এড়ান স্বাস্থ্য সচিব। ৪ মিনিটের বিবৃতি পাঠ করে শুধুমাত্র পরিষেবা সচল রাখতে আন্দলোনকারীদের আবেদন করেন নারায়ণ স্বরূপ নিগম।

Scroll to Top