কলকাতা : বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের স্বপ্নপূরণের আরেক নাম ‘ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন’ তথা দিব্যাঙ্গ ক্রিকেট দল। এই দল বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের কঠিন লড়াই এবং সাফল্যের অন্যতম উদাহরণও বটে। কারও হাতে সমস্যা, কারও আবার স্বাভাবিক নয় পা। কিন্তু অদম্য ইচ্ছাশক্তি তাঁদের বারবার টেনে নিয়ে যায় খেলার মাঠে। আজ তাঁদের কথাই বলব, যাঁরা বিশেষভাবে সক্ষম হয়েও তুলে নিয়েছেন ক্রিকেট ব্যাট ও বল।
এমনই বিশেষভাবে সক্ষম এক ব্যক্তির নাম অভিজিৎ বিশ্বাস। ক্রিকেটকে ভালোবেসে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। প্রতি মুহূর্তে চেষ্টা চালাচ্ছেন স্বপ্নপূরণের। তিনি যখন এত বাধা সত্ত্বেও খেলার মাঠে যেতেন, দেখতেন তাঁর মতো আরও অনেক খেলোয়াড় রয়েছেন, যাঁরা বিশেষভাবে সক্ষম। মাঠের সবুজ ঘাস তাঁদের আকূল হয়ে ডাকে। খেলতেই চান তাঁরা। কিন্তু আর্থিক ও শারীরিক কারণে অনেকেই স্বপ্নপূরণে ব্যর্থ। তাই ক্রিকেট খেলতে ইচ্ছুক, ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখতে আগ্রহী বিশেষভাবে সক্ষমদের জন্য একসময় একটি অ্যাসোসিয়েশন তৈরি করে ফেলেন অভিজিৎ। নাম রাখেন ‘ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন’।
এই অ্যাসোসিয়েশনে বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণপ্রাপ্তরা বাংলার হয়ে বহু জায়গায় খেলছেনও। উজ্জল করছেন বাংলার নাম। অভিজিৎ বিশ্বাসের বক্তব্য, ‘শুধু বিশেষভাবে সক্ষম হলেই হবে না, তাঁর মধ্যে ইচ্ছাশক্তি ও প্রতিভা থাকতে হবে। নিজেদের বিশেষভাবে সক্ষম বা শারীরিক দিক থেকে পিছিয়ে পড়া ভাবলে চলবে না।’ এছাড়াও অভিজিৎ বাবুর বক্তব্য, ‘সরকারের সাহায্য পেলে স্বপ্নের এই অ্যাসোসিয়েশন আরও এগিয়ে যাবে।’ ঘাত-প্রতিঘাত পেরিয়ে এগিয়ে চলেছে দিব্যাঙ্গ ক্রিকেট দল। সম্বল একটাই সঙ্গত দাবি – স্বপ্ন দেখার অধিকার আছে সকলের।