৮ পৌষ ১৪৩২ বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫
৮ পৌষ ১৪৩২ বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫

বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ, শোকস্তব্ধ রাজ্যবাসী

High News Digital Desk:

কলকাতা : রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত। পরিবার সূত্রে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, হৃদযন্ত্র বিকল হয়ে মারা গিয়েছেন তিনি।

প্রধানত ফুসফুসের সমস্যায় আক্রান্ত ও অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরেই পাম অ্যাভিনিউয়ের ঠিকানায় গৃহবন্দি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ছিলেন কার্যত শয্যাশায়ী। এর আগেও একাধিকবার তাঁর শারীরিক পরিস্থিতি গুরুতর আকার নিয়েছিল। ভর্তি করা হয়েছিল হাসপাতালেও। তবে শেষাবধি প্রতিবারই মিলেছিল সংকটমুক্তির খবর। কিন্তু এবার আর তা হল না।

শ্বাসযন্ত্রে সংক্রমণ প্রবল হয়ে ওঠে গতকাল। নিকটজনের মধ্যে ছড়ায় গভীর উদ্বেগ। অবশ্য রাতের দিকে কিছুটা সুস্থ বোধ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু রাতটা কোনওরকমে কাটলেও আজ সকাল থেকে ফের অবস্থার অবনতি হয়। দ্রুত জটিল হয়ে ওঠে শারীরিক পরিস্থিতি। শেষপর্যন্ত ৮টা ২০-তে হৃদঘাত স্তব্ধ হয়ে যায় তাঁর। এবছর মার্চেই ৮০ বছরে পা দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণ-সংবাদে সর্বত্রই ছড়িয়েছে শোক৷ পাম অ্যাভিনিউয়ে জড়ো হয়েছেন আত্মীয়-পরিজন, রাজনৈতিক নেতাকর্মী ও অনুরাগীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে প্রশাসন। জীবৎকালে প্রকাশিত বুদ্ধদেব ভট্টাচার্যের ইচ্ছানুসারে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির স্বার্থে দেহ দান করা হবে তাঁর।

Scroll to Top