মহরমের দিন শোভাবাজারে আক্রান্ত পুলিশকর্মী। মেরে তাঁর মাথা ফাটিয়ে দিয়েছে দুষ্কৃতী। গ্রেফতার অভিযুক্ত। জখম পুলিশকর্মীর চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
মহরমের দিন কলকাতা শহরের বিভিন্ন জায়গায় চলছে চেকিং। শহরে অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল দিচ্ছেন পুলিশকর্মীরা। বুধবার ভোরে সেই টহলদারির মধ্যেই আক্রান্ত হলেন কলকাতা পুলিশের কনস্টেবল দেবাশিস মণ্ডল। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ শোভাবাজারের কাছে বড়তলা থানা এলাকায় ১ ব্যক্তিকে মদ্যপ অবস্থায় স্থানীয়দের সঙ্গে ঝামেলা করতে দেখেন রুটিন টহলে কর্তব্যরত কনস্টেবল দেবাশিস মণ্ডল। বাইক থামিয়ে ওই ব্যক্তিকে আটক করতে গেলে বাধে বিপত্তি। কনস্টেবল দেবাশিস মণ্ডলের উপর চড়াও হয় মদ্যপ ব্যক্তি। তার মারে পুলিশকর্মীর মাথা ফেটে যায়।
ঘটনায় কর্তব্যরত পুলিশকর্মীকে শারীরিক আক্রমণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই দুষ্কৃতীকে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্তের নাম রাহুল দাস। ঘটনাস্থল থেকে রক্তাক্ত দেবাশিস মণ্ডলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন অন্যান্য পুলিশ কর্মীরা। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, স্থিতিশীল রয়েছেন তিনি। তবে এই ঘটনায় খোদ পুলিশ কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।