৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ওড়াল রাজ্য

High News Digital Desk:

 

আড়িয়াদহের ‘জায়েন্ট’ জয়ন্ত সিংয়ের কীর্তি তোলপাড় ফেলে দিয়েছে গোটা রাজ্যে| উত্তপ্ত রাজ্য রাজনীতি| ভাইরাল সেই ভিডিও ঘিরে এখন চলছে জোর আলোচনা| জমি লুঠ, তোলাবাজি, খুন – সব অভিযোগই রয়েছে জয়ন্তর বিরুদ্ধে| এলাকাবাসীর অভিযোগ, তার ভয়ে চুপ থাকত এলাকাবাসী| মুখ খুললেই জুটত মার| পেতে হত খুনের হুমকি| অভিযোগ, সব জেনেও চুপ থাকত পুলিশ| তবে পুলিশি নিষ্ক্রিয়তার সব অভিযোগ বৃহস্পতিবার খারিজ করে দিল রাজ্য| নবান্নে সাংবাদিক বৈঠক থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় এবং এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা সাফ জানিয়ে দিলেন, জয়ন্ত সিং একজন গুন্ডা| আগেও সে একাধিকবার বিভিন্ন অভিযোগে গ্রেফতার হয়েছে|
আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘আড়িয়াদহ কাণ্ডের যে ভিডিও ভাইরাল হয়েছে, সেটি ২০২১ সালের মার্চ মাসের| ভিডিওতে যাকে মারা হচ্ছে, সেই নিগৃহীত ব্যক্তি মহিলা নন, তিনি পুরুষ|’
২০১৬ সাল থেকে ৫টি পৃথক মামলায় কমপক্ষে ৫ বার গ্রেফতার হয়েছে জয়ন্ত| পুরোনো ভিডিও ভাইরাল হওয়ার পর ফের গ্রেফতার হয়েছে সে| এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা জানিয়েছেন, আড়িয়াদহ কাণ্ডের ভাইরাল দুটি ভিডিওতে দেখা যাচ্ছে যাদের, তাদের অনেককেই গ্রেফতার করেছে পুলিশ| প্রথম ভিডিওর ৬ জন এবং দ্বিতীয় ভিডিওর ৫ জনকে গ্রেফতার করা হয়েছে|
রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা আরও জানিয়েছেন, ‘সম্প্রতি বাঁকুড়ার খাতড়া থানার অন্তর্গত এলাকায় গাছ কাটা নিয়ে অশান্তি হয়| দুই প্রতিবেশীর মধ্যে জমিজমা সংক্রান্ত অশান্তিতে একজনের প্রাণহানি হয়| সেই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে| এছাড়াও চোপড়াকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ|’

Scroll to Top