সিবিআইকে ‘অপব্যবহার’ করছে কেন্দ্র| এই অভিযোগ দীর্ঘ দিন ধরে করে আসছে রাজ্য| এই মর্মে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্যসরকার| কেন্দ্রের বিরুদ্ধে করা মামলায় রাজ্যের অভিযোগ, পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তের ঢালাও ছাড়পত্র দেয়নি রাজ্য| তা সত্ত্বেও সিবিআই রাজ্যের অনুমতি ছাড়া একের পর এক মামলায় এফআইআর করছে| বুধবার পশ্চিমবঙ্গ সরকারের করা এই অভিযোগকে মান্যতা দিল দেশের শীর্ষ আদালত| বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি কেভি বিশ্বনাথন রাজ্যের করা মামলার পর্যবেক্ষণে বলেন, অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে| এফআইআর দায়ের করতে গেলে রাজ্যের অনুমতি প্রয়োজন সিবিআইয়ের|
সিবিআই স্বাধীন সংস্থা| সেক্ষেত্রে এই মামলা গ্রহণযোগ্য নয়| যুক্তি দেখিয়েছিল কেন্দ্র| সলিসিটর জেনারেল তুষার মেহতা রাজ্যের পাল্টা সওয়াল করে বলেন, ‘সিবিআই স্বাধীন, কেন্দ্র বা রাজ্যের অধীনে নয়| কেন্দ্র কোনও এফআইআর দায়ের করে না| এই মামলা সিবিআই এর বিরুদ্ধে না করে কেন্দ্রের বিরুদ্ধে করা হয়েছে’| তবে তাঁর সেই আর্জি খারিজ করে দেশের শীর্ষ আদালত রাজ্যের দায়ের করা মামলা শোনার সিদ্ধান্ত নেয়|
শীর্ষ আদালতের পর্যবেক্ষণ আসার পরই তা রাজ্যসরকারের জয় হিসাবে দেখছে তৃণমূল| দলীয় এক্স (X) হ্যান্ডলে পোস্ট করে তৃণমূলের বক্তব্য, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ থেকে স্পষ্ট, রাজ্যের আইনশৃঙ্খলাকে কেউ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে পারবে না| তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেন, ‘সিবিআই বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে| বিরোধী শাসিত রাজ্যে রাজনৈতিক শাখা হিসাবে সিবিআইকে ব্যবহার করছে বিজেপি| জেনারেল কনসেন্ট তুলে নেওয়ার পরেও বিভিন্নক্ষেত্রে জোর করে তদন্ত করছে সিবিআই| সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জয় হল’|
রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, ‘সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে স্পষ্ট হল, রাজ্যের করা অভিযোগ ও আমাদের বক্তব্যের সারবত্তা রয়েছে’|
সুপ্রিম কোর্টে সিবিআইয়ের বিরুদ্ধে করা রাজ্যের অভিযোগ নিয়ে তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি| বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের দাবি, ‘আদালত এমন কিছু বলেনি যাতে তৃণমূলের আনন্দ পাওয়ার মতো কিছু আছে| আদালত বলেছে, তারা মামলা শুনবে| শুনানির পর হয়ত বলবে, মূল মাথা কবে ভিতরে ঢুকবে?’
রাজ্য মামলা করলেও এতদিন সেই মামলা ঝুলে ছিল| এবার মামলার গ্রহণযোগ্যতা রয়েছে মনে করে শুনানি শুরু করল সুপ্রিম কোর্ট| রাজ্যের তরফ থেকে আদালতে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল| পরবর্তী শুনানি আগামী ১৩ আগস্ট|