বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উত্তর ব্যারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। শনিবার এক তরুণী ব্যারাকপুর মহিলা
থানায় অভিযোগ দায়ের করেছেন কাউন্সিলর শুভদীপ সরকারের বিরুদ্ধে। অভিযোগকারিণী পানিহাটির বাসিন্দা। তাঁর দাবি, তৃণমূল কাউন্সিলর শুভদীপ সরকার তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন। অভিযোগ, পরে বিয়ে করতে অস্বীকার করেন শুভদীপ। এছাড়াও অভিযোগকারিণী তরুণীকে শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে উত্তর ব্যারাকপুরের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। দীর্ঘ আড়াই বছর ধরে শুভদীপের সঙ্গে তরুণীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে দাবি। অভিযোগ, বিভিন্ন প্রলোভন দেখিয়ে তরুণীর সঙ্গে সহবাস করেন তৃণমূল কাউন্সিলর।
ব্যারাকপুর মহিলা থানায় অভিযোগের পর থেকেই এলাকায় খোঁজ নেই কাউন্সিলরের। অভিযুক্ত কাউন্সিলরের বাবার দাবি, ‘তরুণী মানসিক সমস্যার শিকার। শুভদীপ বিবাহিত, এক পুত্রসন্তানের বাবা। মিথ্যে অভিযোগ করা হচ্ছে শুভদীপের বিরুদ্ধে।’ তরুণী শুভদীপ সরকারকে একতরফা ভালবাসে বলেও জানিয়েছিল, দাবি অভিযুক্ত কাউন্সিলরের বাবার।
পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষকে এই নিয়ে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি অবহিত নন বলে জানিয়েছেন। পাশাপাশি তাঁর সাফ কথা, ‘ঘটনা সত্যি হলে অভিযুক্তের শাস্তি হবে।’ ঘটনার তদন্ত শুরু করেছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ।