বর্ষীয়ান রাজনীতিক মুকুল রায়ের শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। যদিও সংকট কাটেনি। সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, মুকুল রায়ের চিকিৎসার জন্য গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড। বুধবার রাত ১১টা ২৫ নাগাদ অচৈতন্য অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তার আগে, রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে, নিজের বাড়ির শৌচালয়ে পড়ে যান মুকুল রায়। সেখানেই তিনি সংজ্ঞা হারান বলে পরিবার সূত্রে খবর। যদিও সামান্য বিলম্বে ঘটনাটি খেয়াল করেন বাড়ির লোকজন। নজরে আসা মাত্র, সংজ্ঞাহীন মুকুল রায়কে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে ছোটেন পুত্র শুভ্রাংশু রায়। যে বেসরকারি হাসপাতালে মুকুল রায়কে ভর্তি করা হয়েছে, সেখানকার চিকিৎসকরা জানাচ্ছেন, সত্তরোর্ধ্ব রাজনীতিবিদের শারীরিক পরিস্থিতি সংকটজনক। ২৪ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। তবে উদ্বেগের হলেও বর্তমানে স্থিতিশীল মুকুল রায়। শুভানুধ্যায়ী ও অনুগামীরা নেতার আরোগ্য কামনায় উদগ্রীব। রাজ্য রাজনীতির শীর্ষস্থানীয় নেতারা মুকুল রায়ের শারীরিক পরিস্থিতি ও চিকিৎসার বিষয়ে খুঁটিনাটি খবর নিচ্ছেন। একসময় ‘তৃণমূলের চাণক্য’ হিসেবে পরিচিত মুকুল রায় ব্যাপক টালমাটাল পর্বে বিজেপিতে যোগ দেন। পরে ফিরেও আসেন তৃণমূলে, যদিও তাঁর সেই প্রত্যাবর্তন যথেষ্ট বিতর্ক ও অস্পষ্ট অবস্থানের জন্ম দেয়। এমনকী, বিধানসভাতেও মুকুল রায়ের ভূমিকা নিয়ে তৈরি হয় জটিলতা। তবে তার অনেকটা আগে থেকেই শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত ও অসুস্থ ছিলেন মুকুল রায়। মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল বলেও পরিবার সূত্রে খবর। সাম্প্রতিক কালে কার্যত রাজনীতি-বিচ্ছিন্ন হয়ে বাড়িতেই ছিলেন একদা তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’। তারই মধ্যে বুধবার রাতে দুর্ঘটনা।
