অবৈধ নির্মাণ| আর সেই বেআইনি কারবার ঘিরে গোষ্ঠীসংঘর্ষ| তলকালাম খিদিরপুরের একবালপুর এলাকা| অভিযোগ, বহুদিন ধরে ওই এলাকায় অবৈধ নির্মাণের কাজ চালাচ্ছে খালেক নামে এক প্রভাবশালী ব্যক্তি| স্থানীয় একটি গেস্ট হাউসের মালিক সে| এলাকায় খালেকের বহু অনুগামী রয়েছে বলে খবর| সম্প্রতি খালেকের বেআইনি নির্মাণের কাজে বাধা দেয় পুলিশ| এতেই খালেকের সন্দেহ গিয়ে পড়ে স্থানীয় তণমূল নেতা শওকত আলির ঘনিষ্ঠ ইদ্দু নামে এক ব্যক্তির উপর| এই ইদ্দু নামের ব্যক্তিও এলাকায় যথেষ্ট পরিচিত| বিশেষত রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠ হওয়ায়, ইদ্দুকে ঘিরেও স্থানীয় যুবকদের একটি বলয় সক্রিয় হয়েছে বেশ কয়েকবছর ধরে| সূত্রের খবর, খালেক ঘনিষ্ঠ অনুগামীদের কাছে নিজের অনুমানের কথা প্রকাশ করেছিল যে, ইদ্দুই তণমূূল নেতা শওকত আলির মাধ্যমে অবৈধ নির্মাণের অভিযোগ পৌঁছে দিয়েছে পুলিশের কাছে| এরপরই সদলবলে ইদ্দুর উপর চড়াও হয় খালেক| ইদ্দুকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ| প্রবল মারে ক্ষতবিক্ষত ইদ্দু অবশ্য হাত গুটিয়ে বসে থাকেনি| ওয়াটগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে সে| ঘটনার তদন্তে নেমে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ| আলিপুর আদালতে পেশ করা হয় তাদের| সেখানে জামিন পেয়ে যায় ৩ অভিযুক্ত| অন্যদিকে এর মধ্যে খালেকের গেস্ট হাউসে ঝামেলা বাধায় ইদ্দুর লোকজন| অভিযোগ, সেই সময় ওই গেস্ট হাউসে থাকা এক ব্যক্তিকে মারধর করে তারা| সেব্যাপারে অবশ্য পুলিশ এখনও অন্ধকারে| কেননা, গেস্ট হাউসে মারধরের ঘটনায় কেউ কোনও অভিযোগ দায়ের করেনি স্থানীয় থানায়|
