৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

তীব্র অনটনেও ইচ্ছাশক্তিতে বাজিমাত

High News Digital Desk:

বাবা পেশায় শ্রমজীবী| মা বিড়ি বাঁধেন| বড়োই অভাবের সংসার| তৱু অভাব-অনটনকে ৱুড়ো আঙল দেখিয়ে উচ্চ মাধ্যমিকে নিজের স্কুলে মেয়েদের মধ্যে প্রথম| অসামান্য কৃতিত্ব পল্লবী মণ্ডল নামে ছাত্রীর| দঃ ২৪ পরগনার কুলতলিতে বাস ৱুদ্ধিশ্বর ও টকটকি মণ্ডলের| তাঁদেরই একমাত্র সন্তান পল্লবী| ছেলেবেলা থেকে লেখাপড়ার প্রতি প্রবল ঝোঁক তার| জামতলা ভগবান চন্দ্র বিদ্যালয়ের শিক্ষকদের কাছেও খুব স্নেহের পাত্রী| তবে লেখাপড়া করার জন্য নির্দিষ্ট সময় ছিল না| কেননা, মায়ের সঙ্গে বিড়ি বাঁধার কাজে হাত লাগাতে হত প্রায়ই| যখন যতটকু সময় পেয়েছে পল্লবী, তখনই লেখাপড়া করেছে| পড়াশুনোয় কোথাও কোনও অসুবিধা হলে, প্রিয় ছাত্রীকে সাহায্য করতে এগিয়ে এসেছেন স্কুলের শিক্ষকরা| আর তাতেই উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ পল্লবী| ভগবান চন্দ্র বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে সেরা ফলাফল তারই| প্রাপ্ত নম্বর ৪৪২|
আগামী দিনে নার্স হওয়ার ইচ্ছা রয়েছে পল্লবীর| সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে আগ্রহী সে|
পল্লবীর সাফল্যে খুশি বাবা ৱুদ্ধিশ্বর মণ্ডল| এখান-ওখান থেকে এরই মধ্যে মেয়ের বিয়ের প্রস্তাব আসছে| সেসব ফিরিয়ে দিয়েছেন ৱুদ্ধিশ্বর| মেয়ে যাতে লেখাপড়া করে জীবনে আরও এগিয়ে যেতে পারে, তার জন্য তিনি চেষ্টা করবেন বলে জানিয়েছেন| পল্লবীর সাফল্যে স্বভাবতই খুশি তার মা ও পরিবারের অন্যান্য সদস্যরা|
দক্ষিণ ২৪ পরগনার গোসাবার কুলতলি| অতি প্রান্তিক এলাকা| সেখান থেকে পল্লবীর এই সাফল্য আজ সকলের মুখে-মুখে ঘুরছে| আগামী দিনে পল্লবী জীবনে চলার পথে আরও এগিয়ে যাবে, আশাবাদী নিকটজনেরা|

Scroll to Top