৪ কার্তিক ১৪৩২ বুধবার ২১ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২ বুধবার ২১ অক্টোবর ২০২৫

হাল ধরতে হাকিম-বার্তা

High News Digital Desk:

লোকসভার ফলাফল প্রকাশের পর এক মাসও হয়নি| ভোট-পরবর্তী হিংসা নিয়ে সরব রাজ্যের সমস্ত বিরোধী দল| অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের কর্মীদের ওপর নেমে এসেছে আক্রমণ| এর মধ্যেই রাজ্যে এসেছিল বিজেপির কেন্দ্রীয় পর‌্যবেক্ষক দল| বিজেপির সর্বভারতীয় সভাপতিকে রিপোর্ট দিয়েছে তারা|
শুধু বিরোধী দল নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী-নেতারাও| খাস কলকাতায় এলাকা দখল নিয়ে কার‌্যত হাতাহাতিতে জড়িয়েছেন কাউন্সিলররা| এবারের ফলাফলে কলকাতা পুরসভার অন্তর্গত ৪৮টি ওয়ার্ডে পিছিয়ে আছে শাসক দল| ৯৬টিতে এগিয়ে| এরপরেও কমছে না শাসক দলের কাজিয়া| সম্প্রতি কলকাতা পুরসভার ২ কাউন্সিলর, ১০৪ নম্বরের তারকেশ্বর চক্রবর্তী এবং ১১০ নম্বরের স্বরাজ মণ্ডলকে শো-কজ নোটিস পাঠিয়েছে তণমূল নেতত্ব| তাঁদের বিরদ্ধে কড়া ব্যবস্থাও নিতে পারে দল|
কাউন্সিলরদের গোষ্ঠীকোন্দলে ক্ষুব্ধ মেয়র তথা রাজ্যের পুরো এবং নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম| তিনি বলেন, মানুষের সেবা করার জন্যই কাউন্সিলর হওয়া, হাতজোড় করে তাঁদের কাছে যান, মানুষের অভাব-অভিযোগ শুনুন, সমাধানের চেষ্টা করুন| কাউন্সিলরদের আরও বিনয়ী হতে পরামর্শ রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর| কাউন্সিলরদের অন্তর্কলহ নিয়ে বিড়ম্বনা বাড়ছে দলের| তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার দলের কাউন্সিলরদের ভমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন| কলকাতার ওয়ার্ডগুলিতে ভোট বাড়ছে বিজেপির| চিন্তায় রাজ্যের শাসকদল| ২০২৬-এ বিধানসভা নির্বাচন| তার পরের বছরই কলকাতা সহ একাধিক পুরসভায় ভোট| এই পরিস্থিতিতে ফিরহাদ হাকিমের বার্তায় কতটা হাল ফিরবে তণমূলের, তা অবশ্যই দেখবার বিষয়|

Scroll to Top