সদ্যই মুক্তি পেয়েছে চান্দু চ্যাম্পিয়ন| চলচ্চিত্রটি নির্মিত হয়েছে পদ্মশ্রী মুরলীকান্ত পেটকরের জীবনী অবলম্বনে| মুরলীকান্ত পেটকর প্যারা অলিম্পিকে স্বর্ণপদক জয়ী| ফ্রি স্টাইল সুইমিংয়ে ভারতকে প্রথম সোনা এনে দিয়েছিলেন তিনি| কার্তিক আরিয়ান অভিনীত ছবিটি অষ্টম দিনে বক্স অফিসে ৩৭ কোটি ৯০ লাখ টাকা ছঁয়ে ফেলল| ১৪ জুন ছবিটি মুক্তি পেয়েছে| চতর্থ দিনে ৫ কোটি টাকা আয় করে চান্দু চ্যাম্পিয়ন| পঞ্চম দিনে তা কমে হয় ৩ কোটি ২৫ লাখ| ষষ্ঠ দিনে আয় আরও কমে ৩ কোটি টাকাতে দাঁড়ায়| সপ্তম দিনে ২ কোটি ৫০ লাখ ঘরে তোলে এই ছবি| শুক্রবার বক্স অফিসে ছবিটি ২ কোটি ৬৫ লাখ টাকা আয় করে| ফলে ছবিটির মোট আয় হয় ৩৭ কোটি ৯০ লাখ| চান্দু চ্যাম্পিয়ন-এর পরিচালক কবীর খান| প্রযোজনার দায়িত্বে ছিলেন সাজিদ নাদিয়াওয়ালা| এটাই প্রথম ছবি, যেখানে কবীর খান এবং কার্তিক আরিয়ান একসঙ্গে কাজ করেছেন|
