সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃতু্য শিশুর| এমন মর্মান্তিক অঘটনের জন্য দায়ী প্রশিক্ষকের গাফিলতি? অভিভাবকরা বলছেন তেমনটাই| শুধু বলছেন না, ওই সাঁতার প্রশিক্ষকের শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা| ব্যারাকপুরে নোনা চন্দন পুকুরের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে ৮ বছরের বালকের মৃতু্যকে ঘিরে উত্তপ্ত এলাকা| জানা গিয়েছে, বছর আটের প্রতীক বিশ্বাস ওই প্রশিক্ষণ কেন্দ্রে ২ বছর ধরে সাঁতার শিখছিল| মঙ্গলবার বিকেলেও মায়ের সঙ্গে সাঁতার শিখতে যায় সে| তারপরই সাঁতার কাটতে গিয়ে হঠাত্ জলে তলিয়ে যায়| ব্যারাকপুরের বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা প্রতীক বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন| প্রশিক্ষকের গাফিলতিতেই নাবালকের মৃতু্য হয়েছে বলে অভিযোগ উঠেছে| অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে নোনা চন্দন পুকুরের ওই সুইমিং পুল| জানিয়েছেন পুরপ্রধান উত্তম দাস|









