পুড়ে ছাই জলদাপাড়ার ঐতিহ্যবাহী হলং বনবাংলো| আটটি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে|
এসি ফেটেই আগুন বলে প্রাথমিক ধারণা বন দফতরের| গতকাল রাত ৯টা নাগাদ হঠাত্ই আগুন দেখতে পান বনদফতরের এক কর্মী| কাঠের ঘর হওয়ায় অল্প সময়েই দাউদাউ করে জ্বলতে থাকে বাংলো| বনকর্মীদের প্রচেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি| ক্লোজিং পিরিয়ডে বন্ধই ছিল এই বাংলো| ফলে পর্যটক কেউ না থাকায় হতাহতের কোনো খবর নেই|
