মুর্শিদাবাদের সাগরদিঘিতে গড়ে উঠেছে তাপবিদু্যত্ কেন্দ্র| অথচ সেই সাগরদিঘির বাসিন্দারাই পাচ্ছেন না বিদু্যত্ পরিষেবা| এই চরম গ্রীষ্মে বিদু্যত্বিভ্রাটে নাজেহাল তাঁরা| যখন বিদু্যত্ পরিষেবা মেলে, তখন আবার ভোল্টেজের সমস্যা! কত আর সওয়া যায়? এবার সাগরদিঘির কাবিলপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা| তাঁদের অভিযোগ, দিনের বেশিরভাগ সময় বিদু্যত্ থাকে না| সামান্য ঝড় বৃষ্টিতে বন্ধ থাকে পরিষেবা| বিদু্যত্ দফতরে জানিয়েও সুরাহা মেলেনি| আগামী দিনে এই নিয়ে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা|
