টানা বৃষ্টি, মেঘের গর্জন আর হাতির তাণ্ডব- নাজেহাল জলপাইগুড়ির কালিয়াগঞ্জের বাসিন্দারা| উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের কবলে বিপন্ন বন্য প্রাণীরাও| শুক্রবার সকালে নিরাপদ আশ্রয়ের খোঁজে বৈকুণ্ঠপুর জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে অন্তত ৭০টি ৱুনো হাতি| এত সংখ্যায় হাতি গ্রামে ঢকে পড়ায় বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়| গত কয়েকদিনের অতিভারি বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের বেশ কিছ এলাকা| তিস্তা সহ বেশ কয়েকটি নদী ফুঁসছে| বিপদসীমার ওপর দিয়ে বইছে জল| তার জেরেই হাতিদের লোকালয়ে ঢকে পড়া| আতঙ্কিত গ্রামবাসী| খবর দেওয়া হয়েছে বন দফতরে| হাতির দলের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে|








