৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, চিন্তায় মালদা

High News Digital Desk:

বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বর্ষার দেখা নেই| এরই মধ্যে ডেঙ্গু নিয়ে চিন্তিত মালদা জেলা প্রশাসন| বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা| মোকাবিলায় স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন দফায় দফায় বৈঠক করছে| একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে| মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে জোর দেওয়া হচ্ছে| কিন্তু তারপরেও ডেঙ্গু দমনে তেমন উল্লেখযোগ্য সাফল্য মিলছে না| এখনও পর‌্যন্ত মালদা জেলায় চলতি বছরে ১৪২ জন আক্রান্ত হয়েছেন| স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বাড়ানো হয়েছে ডেঙ্গুর টেস্ট| মালদা জেলায় শুধু ডেঙ্গু নয়, এই বছর ম্যালেরিয়ারও প্রকোপ দেখা দিয়েছে| জেলার ইংরেজবাজার পুর-এলাকা ও কালিয়াচক ১, ২, ৩ ব্লকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি| ওইসব জায়গায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে| বাড়ি-বাড়ি গিয়ে জনসচেতনতামূলক প্রচার চালাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা|
পরিসংখ্যান বলছে, পরিযায়ী শ্রমিকদের মধ্যে জ্বরের প্রকোপ সবচেয়ে বেশি| এরই মধ্যে লেবার কমিশনের পক্ষ থেকে এবিষয়ে পদক্ষেপ করা হয়েছে| যেসব পরিযায়ী শ্রমিক বাইরে থেকে আসছেন, তাঁদের বিশেষ স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে| প্রয়োজনে পাঠানো হচ্ছে স্থানীয় মেডিক্যাল ক্যাম্পে|
ইংরেজবাজার ও কালিয়াচকের বিভিন্ন এলাকায় চলছে সাফাই অভিযান| যদিও ইংরেজবাজার শহরের বেশকিছু গুরুত্বপূর্ণ স্থানে উল্টো ছবি| রাস্তায় আবর্জনার স্তূপ| পৌর নাগরিকদের দাবি, যত দ্রুত সম্ভব, অন্যান্য এলাকার মতো ওইসব এলাকা থেকেও বজর্য পরিষ্কার করা হোক|

Scroll to Top