৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে লড়াই করেও হেরে গেল ভারতীয় দল

High News Digital Desk:
  • দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে লড়াই করেও হেরে গেল ভারতীয় দল

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে লড়াই করেও হেরে গেল ভারতীয় দল। ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৫ উইকেটে জয় পেল প্রোটিয়ারা। বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমাতে না হলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হত। ভারতের বোলারদের আরও ভালো পারফরম্যান্স দেখানো উচিত ছিল। বৃষ্টিভেজা পরিবেশে পেসারদের সহায়ক পিচেও মহম্মদ সিরাজ, আর্শদীপ সিংরা নিয়ন্ত্রিত বোলিং করতে পারলেন না। বাংলার পেসার মুকেশ কুমারও এদিন ভালো পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হলেন। ফলে সিরিজে ০-১ পিছিয়ে পড়ল ভারত। বৃহস্পতিবার টি-২০ সিরিজের শেষ ম্যাচ। সেই ম্যাচ জিতলে সিরিজ ড্র করতে পারে ভারত। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯.৩ ওভারে ৭ উইকেটে ১৮০ রান করে ভারত। এরপরেই বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। ভারতের ইনিংসের শেষ ৩ বল হয়নি। ৩৯ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। তাঁর ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ৩৬ বলে ৫৬ রান করেন। তিলক ভার্মা করেন ২৯ রান। ১৯ রান করেন রবীন্দ্র জাদেজা। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন জেরাল্ড কোটজি। ৩৯ রান দিয়ে ১ উইকেট নেন মার্কো জ্যানসেন। ৩২ রান দিয়ে ১ উইকেট নেন লিজাড উইলিয়ামস। ১৮ রান দিয়ে ১ উইকেট নেন তাবরেজ শামসি। ২৯ রান দিয়ে ১ উইকেট নেন মার্করাম। প্রোটিয়াদের টার্গেট হয় ১৫২। ইনিংসের শুরুটা দুর্দান্তভাবে করেন রিজা হেনড্রিকস (২৭ বলে ৪৯) ও ম্যাথু ব্রিৎজকে (১৬)। ২ ওভারে ৩৮ রান যোগ করেন তাঁরা। তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৩০ রান করেন মার্করাম। হেইনরিক ক্লাসেন করেন ৭ রান। ডেভিড মিলার করেন ১৭ রান। ১৪ রান করে অপরাজিত থাকেন ট্রিস্টান স্টাবস। ১০ রান করে অপরাজিত থাকেন অ্যান্ডিল ফেলুকওয়ায়ো। ভারতের হয়ে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন মুকেশ। ২৭ রান দিয়ে ১ উইকেট নেন সিরাজ। ২৬ রান দিয়ে ১ উইকেট নেন কুলদীপ যাদব

Scroll to Top