৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

চাঁদের হাট বসবে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে

High News Digital Desk:

২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে উপস্থিত থাকবেন বলিউড থেকে একঝাঁক অতিথি| থাকবেন সলমন, অনিল, কমল, সোনাক্ষী সিনহা| এ বছর চলচ্চিত্র উত্সবে থাকতে পারছেন না অমিতাভ-শাহরুখ| সেই জায়গায় এ বার অতিথি হয়ে আসছেন অন্যান্য তারকারা| এ বছর ৫ ডিসেম্বর থেকে শুরু হবে চলচ্চিত্র উত্সব| চলবে ১২ তারিখ পর‌্যন্ত| প্রতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আয়োজন করা হয় এই উত্সবের| উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ আলো করে থাকেন বলি তারকারা| মুম্বই, কলকাতার তারকা সমন্বয় ঘটে এই মঞ্চে| সম্প্রতি মুম্বই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী| সেখানেই দেখা করেন বিগ বি এবং তাঁর পরিবারের সঙ্গে| জলসার দরজায় দেখা যায় মমতার সঙ্গে পুরো বচ্চন পরিবারের ছবি| সেই সময় জানা গিয়েছিল, অমিতাভের সঙ্গে দেখা করে তাঁকে আসন্ন চলচ্চিত্র উসবে আসার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী| তখন আমন্ত্রণ গ্রহণ করলেও এখন জানা যাচ্ছে, আসতে পারছেন না অভিনেতা| শারীরিক অসুস্থতার কারণেই নাকি এ বার আসতে পারছেন না তিনি| অন্য দিকে, শাহরুখ খান ব্যস্ত তাঁর মেয়ে সুহানা খানের বলিউড অভিষেক নিয়ে| সে কারণে দেখা যাবে না কিং খানকেও|এ বার অবশ্য সেই শূন্যস্থান পূরণ করতে আসছেন বলিউডের ভাইজান| সদ্য মুক্তি পেয়েছে সলমনের টাইগার ৩ বিশ্ব জুড়ে ৩০০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি|এ ছাড়া চলতি বছরে কলকাতায় শো করতে এসে মুখ্যমন্ত্রী সঙ্গে দেখাও করে গিয়েছিলেন সলমন| এ বার একেবারে অতিথি হয়ে আসবেন চলচ্চিত্র উত্সবে|

Scroll to Top