৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫

নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হচ্ছে দু দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন

High News Digital Desk:

নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হচ্ছে দু দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন:

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। উপস্থিত থাকতে পারেন মুকেশ আম্বানি, সঞ্জীব গোয়েনকার মতো দেশের প্রথমসারির শিল্পপতিরা।  নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হচ্ছে দু দিনের বিশ্ববঙ্গ বাণিজ‌্য সম্মেলন । মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের আহ্বানে যোগ দিতে চলেছেন রাজ‌্য তথা দেশের সমস্ত বণিকসভা ও শিল্প সংস্থার কর্তারা।  বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যোগ দিতে মুম্বই থেকে উড়ে আসছেন রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান ও এমডি মুকেশ আম্বানি। এছাড়া থাকবেন অম্বুজা নেওটিয়া এবং হীরানন্দানি গোষ্ঠীর কর্ণধার। গোয়েঙ্কা গোষ্ঠীর চেয়ারপার্সন সঞ্জীব গোয়েঙ্কা, আইটিসি-র এমডি সঞ্জীব পুরী, টিসিজি গ্রুপের পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, রিয়েল এস্টেটের অন্যতম কর্ণধার হর্ষবর্ধন নেওটিয়া, উইপ্রো গ্রুপের কর্ণাধার আজিম প্রেমজির ছেলে, জিন্দাল গ্রুপের কর্ণধার সজ্জন জিন্দালের মতো বিশিষ্ট শিল্পপতিরা উপস্থিত থাকবেন। তবে আদানি গোষ্ঠীর চেয়ারপার্সন গৌতম আদানিকে আমন্ত্রণ জানানো হলেও তিনি বিশ্ববঙ্গ সম্মেলনে উপস্থিত থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। একইভাবে অনিশ্চিত হীরানন্দানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই শিল্প সম্মেলনের আযোজন করছে। আর সেটাকে নিয়ে আক্রমণ শানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলার ছেলে–মেয়েরা যাতে চাকরি পায় তার জন্য উঠে পড়ে লেগেছেন মুখ্যমন্ত্রী। সেখানে এই শিল্প সম্মেলন প্রত্যেকবার আয়োজন হলেও সেটা ‘‌বিনিয়োগ শূন্য’‌ বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়কের কটাক্ষের পাল্টা খোঁচা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর খোঁচা, ‘‌আমাদের যে শিল্প সম্মেলন হচ্ছে সেখানে বাংলায় খুব বড় বিনিয়োগ আসতে চলেছে। শেষ পাঁচ বছরেও বিনিয়োগ আসছে। আর কর্মসংস্থানও বাড়ছে। শুভেন্দু অধিকারী যেটা বলছেন, সেটা সিবিআইয়ের ভয়ে বিজেপিতে যাওয়ার পর ভুলভাল বকছেন। সিবিআইয়ের হাত থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছে শুভেন্দু অধিকারী। তাই এরকম ভুলভাল মন্তব্য করে যাচ্ছেন। রাজ্যের শিল্প সম্মেলনকে কালিমালিপ্ত করতে এইসব মন্তব্য করা হচ্ছে।’‌ চলতি বছরের মার্চে নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে তিনি জানিয়ে দেন,  ‘জোর করে জমি অধিগ্রহণ করবে না সরকার’।  সঙ্গে নির্দেশ, ‘সরকারি জমিতে হোর্ডিং দিন। ওই জমিতে যে শিল্প করিডর হবে, লিখে দিন’। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যের নিজস্ব ল্যান্ড ব্যাঙ্ক, শিল্পবান্ধব পরিস্থিতি কথা তুলে ধরা হবে বলে খবর। প্রায় ২৮ টি দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দিতে চলেছেন বলে প্রশাসনিক সূত্রের খবর। আমেরিকা, গ্রেট ব্রিটেন, স্পেন, ফ্রান্স সহ একাধিক দেশের শিল্প প্রতিনিধিরা শহরে আসছেন। ইতিমধ্যে বহু দেশের প্রতিনিধি কলকাতায় এসে উপস্থিত হয়েছেন বলে সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ব্রিটেন থেকে সবচেয়ে বেশি প্রতিনিধি দল বিশ্ববঙ্গ সামিটে যোগ দিতে আসছেন। ভারতে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালেক্স এল্লিস জানিয়েছেন, এবার ব্রিটেন থেকে ৫৫ জনের প্রতিনিধি দল বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যোগ দিতে আসছেন। এটা গত কয়েক বছরের তুলনায় সর্বাধিক।

Scroll to Top