বাঙালীর দীপাবলী মানেই ভত চতর্দশীর দিন বাড়িতে ১৪ প্রদীপ দিয়ে অশুভ শক্তির বিনাশ| আর টনি লাইটের রমরমা তো আছেই| আবার কারো বাড়ি সেজে ওঠে লক্ষী পূজোর জন্য| তবে এবার চলতি প্রথার থেকে বেরিয়ে কিছটা অন্যরকমভাবে বাড়ি সাজাতে পারেন আপনিও| এখন ভাবছেন তো যে কীভাবে বাড়ি সাজিয়ে তাক লাগাবেন সকলকে? আসুন জেনে নেওয়া যাক সেই উপায়| এবার সুগন্ধি মোমবাতি দিয়েই দীপাবলিতে সেজে উঠবে আপনার বাড়ি| বাড়িতেই কী ভাবে বানাবেন এই সুগন্ধি মোমবাতি? বর্তমানে বাজারে সুগন্ধি মোমবাতির চাহিদা তুঙ্গে| তাই খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন এই মোমবাতি| দীপাবলি মানেই চারদিকে আলোর রোশনাই| কেউ টুনি দিয়ে ঘর সাজাচ্ছেন, তো কেউ মোমবাতি কিনে রাখছেন আলোর উত্সব পালন করতে|
১) সবার প্রথম যে আকারের মোমবাতি বানাতে চাইছেন, সে মাপের একটি কাচের পাত্র জোগাড় করতে হবে আপনাকে|
২) তার পর সেই পাত্রে কী পরিমাণ মোম ধরবে, সেটা দেখে নিয়ে তার দ্বিগুণ পরিমাণে মোম বাজার থেকে কিনে আনতে হবে|
৩) এবার একটি বাটিতে জল গরম করুন| অপর একটি বাটিতে পরিমাণ মতো মোম নিয়ে সেই বাটিটা গরম জলের পাত্রের উপর রেখে দিন| ডবল বয়লিং পদ্ধতিতে মোমটা গলতে শুরু করলে ঘনঘন মিশ্রণটি নাড়াতে হবে| সতর্ক থাকবেন যেন মোম জমাট বেঁধে না যায়|
৪) মোম যখন পুরোপুরি গলে গেলে তাতে পছন্দ মতো সুগন্ধি তেল মিশিয়ে দিন আবারও ভাল করে নাড়িয়ে নিতে হবে মিশ্রনটি| দেখে নিতে হবে তেল যেন মোমের সঙ্গে ভাল ভাবে মিশে যায়|
৫) এ বার যে পাত্রে মোম ঢালবেন, সেই পাত্রে সলতে লাগিয়ে নিতে হবে| এ ক্ষেত্রে একটি মোটা এবং বড় সুতো নিয়ে সুতোর একটি প্রান্ত কাচের পাত্রের ভিতরে বসিয়ে দিন, অন্য প্রান্তটি পাত্রের বাইরে বার করে রাখুন| এ বার গলানো মোম পাত্রে ঢেলে দিন| মিনিট খানেকের মধ্যেই মোম জমে যাবে|
কেবল ঘর সাজাতেই নয়, দীপাবলিতে উপহার দেওয়ার জন্যেও এই প্রকার মোমবাতি সহজেই বানিয়ে ফেলতে পারেন আপনিও|










