৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

এএফসি কাপে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে নিজেদের জেতা ম্যাচ ড্র করে দু’পয়েন্ট বিসর্জন দিয়ে এল মোহনবাগান

High News Digital Desk:
  • এএফসি কাপে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে নিজেদের জেতা ম্যাচ ড্র করে দু’পয়েন্ট বিসর্জন দিয়ে এল মোহনবাগান

একই সময় নিঃশব্দে ভুবনেশ্বরের এএফসি কাপে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে নিজেদের জেতা ম্যাচ ড্র করে দু’পয়েন্ট বিসর্জন দিয়ে এল মোহনবাগান। আর ম্যাচ শেষে এতটাই হতাশ ছিলেন কোচ জুয়ান ফেরান্দো যে প্রতিপক্ষের ফুটবলার বিশ্বনাথ ঘোষের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি। যদিও দু’দলের ফুটবলাররা দ্রুত পরিস্থিতি সামাল দেন ম্যাচের টার্নিং পয়েন্ট যেন ৬৮ মিনিটে আশিস রাইয়ের নিজেদের বক্সের মধ্যে করা ফাউলটাই। যার খেসারত দিতে হল মোহনবাগানকে। এই সময়ে নিজেদের বক্সে বসুন্ধরার রবসন রবিনহোকে আশিস ফাউল করলে রেফারি পেনাল্টি দিতে ভুল করেননি। তখন ১-২ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশের দলটি। এই পেনাল্টি থেকেই গোল করে দলকে ২-২ করে দিলেন বসুন্ধরা অধিনায়ক রবসন। আর কিছু সময়ের মধ্যে তাঁর ফাউলেরই খেসারত দিতে হল সবুজ-মেরুন শিবিরকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের ডোরিএলটনের একটি শট বারে লাগে। এবারও হেক্টর ইউস্তে বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ায় গোল করার পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিলেন ডোরি। ভাগ্য সহায় না হওয়ায় বারে লেগে বল বাইরে চলে যায়। ম্যাচের ৫৩ মিনিটে পেত্রোতাসের সাজানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন আশিস রাই। ম্যাচের ৬৬ মিনিটে ডোরিএলটনের একটি শট সেভ করেন মোহনবাগান গোলকিপার বিশাল কাইথ। তবে রবসনের পেনাল্টি শটের হদিশ পাননি তিনি। সেটাই ম্যাচের চূড়ান্ত ফলাফল হয়ে গেল। এদিন কোচ ফেরান্দোর চিন্তা বাড়াল আনোয়ার আলির চোট। দ্বিতীয়ার্ধে চোট নিয়েই মাঠ ছাড়েন সবুজ-মেরুন ডিফেন্ডার।

Scroll to Top