২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

৪০০ টাকায় মিলবে এলপিজি সিলিন্ডার, প্রতিশ্রুতি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

High News Digital Desk:

ভোট বড় অদ্ভত| ভোট আসলে নানারকমের প্রতিশ্রুতি শোনা যায়| তেলেঙ্গনা বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই জোরকদমে প্রচার শুরু করেছে শাসক ও বিরোধা সব পক্ষই| ভোটমুখী তেলেঙ্গনায় কল্পতরু কেসিআর দল বিআরএসের মেনিফোস্টোয় একগুচ্ছ প্রতিশ্রুতি তেলেঙ্গনার মুখ্যমন্ত্রীর| যার মধ্যে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য রয়েছে ৪০০ টাকায় গ্যাস সিলিন্ডার| পাশাপাশি নাগরিকেদর জন্য স্বাস্থ্যবিমা ও জীবনবিমা প্রকল্পের ঘোষণা| সিআরএস সরকারের বিরুদ্ধে যখন দুর্নীতি ও পরিবারদের অভিযোগ তলেছে বিজেপি, তখনই জনদরদী প্রকল্প ঘোষণা করেন তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী কে.চন্দ্রশেখর রায়| মুখ্যমন্ত্রীর বিধানসভার কেন্দ্রে গিয়ে রবিবার বিকেলে নির্বাচনী প্রচারে গিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি দেন কেসিআর| প্রসঙ্গত, আগামী মাসে ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান ও তেলেঙ্গনায় বিধানসভা নির্বাচন হবে দফায় দফায়| এর মধ্যে তেলেঙ্গনা নির্বাচন আগামী ৩০ শে নভেম্বর|

Scroll to Top