বদলে গেল রাজস্থান নির্বাচনের নির্ঘন্ট| ২৩ শে নভেম্বরের বদলে বিধানসভা ভোটের দিন নির্ধারণ করা হয়েছে ২৫ শে নভেম্বর| ৱুধবার নতন দিন ঘোষণা করলো জাতীয় নির্বাচন কমিশন| কিন্তু, কেন আচমকা এই পরিবর্তন| উল্লেখ্য, গত সোমবার কমিশন ৫ রাজ্যের বিধানসভা ভোটের সূচি ঘোষণা করেছিলো| তাতে বলা হয়েছিল, ৭ ই নভেম্বর মিজোরাম, ছত্তিশগড়ে প্রথম দফা, ১৭ নভেম্বর মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে দ্বিতীয় দফা, ৩০ নভেম্বর তেলেঙ্গনায় বিধানসভা নির্বাচন| ৱুধবার কমিশন জানিয়েছে, ২৫ শে নভেম্বর হবে রাজস্থানের ভোট| ফল ঘোষণার দিন অপরিবর্তিত থাকছে| ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল ঘোষণা হবে আগামী ৩ রা ডিসেম্বর| জাতীয় নির্বাচনের কমিশনের তরফে জানানো হয়েছে, ওই দিন রাজস্থানে প্রচর বিয়ের অনুষ্ঠান রয়েছে| কমিশনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ওই দিন প্রায় ৫০ হাজার বিয়ে ঠিক হয়েছে| ভোট ঘোষণার পরেই সেই কারণ দেখিয়ে রাজনৈতিক দলগুলি কমিশনের কাছে আবেদন জানিয়েছিল, যাতে ভোটের দিন বদল করা হয়| নির্বাচন কমিশনের তরফে আরও বলা হয়েছে, রাজস্থান জুড়ে ২৩ শে নভেম্বর একাধিক বিয়ে এবং সামাজিক অনুষ্ঠান থাকায় সে দিন ভোটের জন্য পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী দিতে সমস্যা হতে পারে| পাশাপাশি ভোটকর্মীদের রাখার ক্ষেত্রে সমস্যা হতে পারে| এই সমস্যার কথা বিবেচনা করেই কমিশন ভোটের দিন বদলের সিদ্ধান্ত নিয়েছে| নতন নির্ঘন্টনুযায়ী রাজস্থানের ভোটের বিজ্ঞপ্তি জারি হবে আগামী ৩০ শে অক্টোবর| মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ ই নভেম্বর| ৭ ই নভেম্বর মনোনয়নপত্রের স্কুক্রটিনি প্রক্রিয়া হবে| উল্লেখ্য, রাজস্থান বিধানসভায় মোট আসন সংখ্যা ২০০| রাজস্থানের রাজ্যপাট কংগ্রেসের হাতে| ২০২৪ লোকসভা ভোটের আগে আসন পেতে মরিয়া গেরুয়া শিবির| রাজনৈতিক মহলের মতে, মরুরাজ্যে এবার গেরুয়া ঝড় উঠতে চলেছে| যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকে প্রার্থী করেনি বিজেপি| যা পদ্মশিবিরে খানিকটা কাঁটার মতোই বিঁধছে বলে মত অনেকের| আবার কংগ্রেসের মধ্যেও মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও তরুণ কংগ্রেস নেতা সচিন পাইলটের মধ্যেও সংঘাত রয়েছে| পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে ৮.২ কোটি পুরুষ এবং ৭.৮ কোটি মহিলা ভোট দেবেন বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন|
