২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

মাধ্যমিকের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আর কোনও বিতর্ক চায় না, স্কুলগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিল মধ্যশিক্ষা পর্ষদ

High News Digital Desk:

মাধ্যমিকের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আর কোনও বিতর্ক চায় না, স্কুলগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিল মধ্যশিক্ষা পর্ষদ : 

দুর্গাপুজো মিটলেই স্কুলগুলিতে শুরু হবে টেস্ট পরীক্ষা। তাই প্রশ্নপত্র কেমন হবে তা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ এবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে। মাধ্যমিকের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আর কোনও বিতর্ক চায় না মধ্যশিক্ষা পর্ষদ।  এ বিষয়ে স্কুলগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিল মধ্যশিক্ষা পর্ষদ। একইসঙ্গে পর্ষদের নির্দেশ, বিষয়ভিত্তিক প্রশ্নপত্রগুলি যেন শুধুমাত্র সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকরাই করেন। ‘আজাদ কাশ্মীর’ বিষয়ক প্রশ্ন থাকা নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর এমন সিদ্ধান্তই নিয়ে মধ্যশিক্ষা দফতর। এমন কোনও প্রশ্ন রাখা যাবে না যা নিয়ে বিতর্ক হতে পারে অথবা বোর্ডের এবং রাজ্যের ভাবমূর্তি নষ্ট হয়।  নির্দেশ লঙ্ঘনে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষককে দায়ী করা হবে বলে সাবধান করে দেওয়া হয়েছে পর্ষদের তরফে। মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস ও নিয়মাবলী মেনে প্রশ্ন করলেই শুধু হবে না, দেখতে হবে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকই যেন প্রশ্নপত্র তৈরি করে। এটাও স্কুলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। কারণ অনেক সময় একটি বিষয়ের শিক্ষক অন্য বিষয়ের প্রশ্নপত্র তৈরি করেন বলে অভিযোগ। পর্ষদের তরফে জারি বিজ্ঞপ্তিতে স্কুলগুলিকে বলা হয়েছে, স্কুলে নির্বাচনী পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুত ই-মেল করে সব বিষয়ের প্রশ্নপত্রের পাঠাতে। প্রশ্নপত্রগুলি দশম শ্রেণির পাঠ্যক্রম মেনেই করতে বলার সঙ্গেই সেগুলিতে তৈরিতে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আর কোনও সংস্থার সাহায্য নিয়ে মিলিতভাবে নির্বাচনী পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। মধ্যশিক্ষা পর্ষদের নির্ধারিত সময়সীমা মেনেই নিতে হবে পরীক্ষা।

Scroll to Top