- অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে নতুন রেকর্ড গড়ল ভারত
ওয়ানডেতে একনম্বর দল ভারত। শুক্রবার মোহালিতে অস্ট্রেলিয়াকে হারানোর ফলে আইসিসি-র র্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছল ভারত। পাকিস্তান নেমে গেল দুনম্বরে। অস্ট্রেলিয়া তিনে। এর আগে পাকিস্তান ছিল ওয়ান ডে ফর্ম্যাটে এক নম্বর দল। কিন্তু আজ অজিদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ জেতার সঙ্গে সঙ্গেই শীর্ষে উঠে এসেছে টিম ইন্ডিয়া। ভারতের ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ১১৬ পয়েন্ট। পাকিস্তান দ্বিতীয় স্থানে রয়েছে ১১৫ পয়েন্ট নিয়ে। অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে রয়েছে। তাঁদের ঝুলিতে ১১১ পয়েন্ট। এদিকে আজকের ম্য়াচে জয়ের পর এক নতুন রেকর্ডও গড়েছে ভারতীয় দল। এই মুহূর্তে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই শীর্ষে রয়েছে ভারতীয় দল। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। শুরুতেই অস্ট্রেলিয়াকে ধাক্কা দেন শামি। প্রথম ওভারেই তুলে নেন মিচেল মার্শকে। শামির গতির ধাক্কায় মোহালিতে অস্ট্রেলিয়াও ধাক্কা খেল। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে অস্ট্রেলিয়া তোলে ২৭৬ রান। শামির ৫১ রানে ৫ উইকেটই ওয়ান ডে কেরিয়ারে তাঁর সেরা বোলিং। ভারত ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়।