- এশিয়ান গেমসে গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১-০ হারিয়ে দিল ভারত
এশিয়ান গেমস ফুটবলে জয়ের সরণিতে ফিরল ভারত। প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে ৫-১ গোলে হারের ব্যর্থতার রেশ কাটিয়ে বৃহস্পতিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১-০ হারিয়ে দিল ভারত। ম্যাচের একমাত্র গোল করলেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সুনীল। এই গোলই ভারতীয় দলের পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল। এদিন জয় পেলেও, খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি ভারত। একাধিক সুযোগও নষ্ট হয়। বারও বাধা হয়ে দাঁড়ায়। সেই কারণেই গোল পাওয়ার জন্য ৮৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হল। এদিন জয় না পেলে বিদায় নিতে হত ভারতীয় দলকে। তবে সুনীল পরের রাউন্ডে যাওয়ার আশা জিইয়ে রাখলেন। এই জয়ের ফলে এশিয়ান গেমসের নক-আউটে যাওয়ার আসা জিইয়ে রাখল ইগর ব্রিগেড। এই মুহূর্তে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে টিম ইন্ডিয়া। শেষ ম্যাচে মায়ানমারকে হারালেই নক-আউটে উঠে যাবে ভারত। অন্যদিকে বাংলাদেশ দল এদিনই টুর্নামেন্ট থেকে কার্যত বিদায় নিল।