ফ্ল্যাট প্রতারণা মামলায় সব নথি জমা করেননি অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান:
ফ্ল্যাট প্রতারণকাণ্ডে অভিযুক্ত অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহানের কাছে আরও তথ্য চাইল ইডি।ফ্ল্যাট প্রতারণা মামলায় প্রতারিতদের করা অভিযোগের ভিত্তিতে গত ১২ সেপ্টেম্বর নুসরত জাঁহাকে বিধাননগরের সিজিও কমপ্লেক্সে দীর্ঘ জেরা করেন ইডির গোয়েন্দারা। প্রায় ৬ ঘণ্টার জেরার পর বেরিয়ে এসে নুসরত বলেন, আমার যা জানানোর আর ওদের যা জানার তা জানা হয়ে গিয়েছে। আবার ডাকলে আবার আসব। ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে তৃণমূল সাংসদ নুসরত জাঁহার দেওয়া নথিতে সন্তুষ্ট নয় ইডি। তাঁর জমা দেওয়া নথি অসম্পূ্র্ণ বলে জানিয়ে বাকি কাগজ দ্রুত জমা দিতে বললেন তদন্তকারীরা। নুসরতের পাশাপাশি রাজারহাটে ফ্ল্যাট প্রতারণা মামলায় রাকেশ সিংকে আবারও তলব করা হল ইডির পক্ষ থেকে৷ প্রথমবার তিিনি গরহাজির ছিলেন, সেই কারণেই দ্বিতীয়বার তাঁকে নোটিশ দেওয়া হল৷ ঘটনার সূত্রপাত মাসখানেক আগে। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা কয়েকজনকে নিয়ে এক সন্ধ্যায় ইডি দপ্তরে পৌঁছে গিয়েছিলেন। অভিযোগ ছিল, তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান সেভেন্থ সেন্স ইনফ্রাস্টাচারের ডিরেক্টর পদে থাকাকালীন ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রায় ২০ কোটি টাকার প্রতারণা করেছেন। সেই টাকা ফেরত চান প্রতারিতরা। রাজারহাট নিউটাউনে ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে ইডির আতশকাচের নীচে বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। ফ্ল্যাট দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে নুসরতের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, ওই প্রতারণার ঘটনায় যে সংস্থার নাম জড়িয়ে, নুসরত এক সময় সেটির ডিরেক্টর পদে ছিলেন। ২০১৪-১৫ সালে ৪০০-র বেশি প্রবীণ নাগরিকের থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা করে নিয়েছিল ওই সংস্থা। বদলে তাঁদের এক হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অভিযোগ, তাঁরা সেই ফ্ল্যাট হাতে পাননি। হাজিরার আগেই নুসরত তদন্তকারীদের জানিয়েছিলেন, যে সব নথি তাঁরা নিয়ে হাজির হতে বলেছেন তার সবগুলো জোগাড় করে উঠতে পারেননি তিনি। তখন ইডির গোয়েন্দারা নুসরতকে জানান, যে নথি জোগাড় করতে পেরেছেন তাই নিয়েই চলে আসুন। জিজ্ঞাসাবাদের সময় বাকি নথি নুসরতে দ্রুত জমা দিতে বলেন তদন্তকারীরা। সূত্রের খবর, সপ্তাহ ঘুরলেও সেই নথি আজও জমা পড়েনি।