২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এবার মানহানির নোটিস

High News Digital Desk:

বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এবার মানহানির নোটিস:

রাজ্যে একাধিক বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুধু তাই নয়, উপাচার্যের দায়িত্বও পালন করার সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলিতেও। রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। রাজ্য – রাজ্যপাল তুমুল সংঘাতের মধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে মানহানির নোটিশ পাঠালেন ১২ জন উপাচার্য। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করে একথা জানালেন তৃণমূল জমানার উপাচার্যরা।  আচার্যের ৭ সেপ্টেম্বরে একটি বক্তব্যের ভিত্তিতে মানহানির নোটিস পাঠানো হয়েছে। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন প্রাক্তন উপাচার্যরা। সেখানে উপস্থিত ছিলেন ওমপ্রকাশ মিশ্র, দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়রা। তাঁরা বলেন, “রাজ্যপাল তথা আচার্য নিজের বক্তব্য়ের মধ্যে দিয়ে উপাচার্যদের সম্পর্কে যা বলেছেন তার প্রতিবাদেই চার পাতার নোটিস পাঠানো হয়েছে।” উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওম প্রকাশ মিশ্র বলেন, “উনি যে তিন কারণের কথা উল্লেখ করেছেন, এতে প্রাক্তন উপাচার্যদের মানহানি হয়েছে। তার জন্যই আমরা আইনি নোটিস পাঠিয়েছি। ১৫ দিনের মধ্যে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে আচার্যকে। না হলে আমরা মানহানির মামলা করব।”রাজ্যপালের বিরুদ্ধে শিক্ষাক্ষেত্রে ‘অতিসক্রিয়তা’র অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষক দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রয়োজনে রাজভবনের বাইরে ধরনার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। কোনও বিশ্ববিদ্যালয় রাজ্যপালের কথা শুনে চললে অর্থনৈতিক বাধা তৈরি করবেন বলেই সাফ জানান মুখ্যমন্ত্রী। উপাচার্যদের নিয়োগ নিয়ে বাংলায় জারি এক ভিডিয়ো বার্তায় রাজ্যপাল মন্তব্য করেন, ‘বেশ কিছু উপাচার্যের মেয়াদ আমি বাড়াতে পারিনি। তাঁরা হয় দুর্নীতিগ্রস্ত, নয় ছাত্রীকে হেনস্থায় যুক্ত, নইলে কোনও রাজনৈতিক খেলা খেলছেন। রাজ্যপালের এই মন্তব্যে তাঁদের মানহানি হয়েছে বলে দাবি প্রাক্তন উপাচার্যদের। তাঁদের দাবি, ভিডিয়ো বার্তায় রাজ্যপাল যে দাবি করেছেন তা সর্বৈব মিথ্যা। রাজ্যপালের এই মন্তব্যের তীব্র প্রতিবাদে সরব তৃণমূলপন্থী উপাচার্য ফোরাম। রাজভবনের ১১ নম্বর গেটের বাইরে ধর্নায় বসেন উপাচার্য ও শিক্ষাবিদদের একাংশ।

Scroll to Top