উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ২৩৩তম বোর্ড মিটিং অনুষ্ঠিত হলো পরিবহন ভবনে :-
বুধবার কলকাতার কসবায় পরিবহন ভবনে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ২৩৩ তম বোর্ড মিটিং অনুষ্ঠিত হলো । উক্ত বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সচিব সৌমিত্র মোহন, পরিবহন দপ্তরের রাষ্ট্র মন্ত্রী দিলীপ মন্ডল সহ বোর্ডের সদস্য ও অন্যান্য আধিকারিকগণ । আজকের এই মিটিংয়ের সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতীম রায়।
মিটিং শেষে পার্থ প্রতীম রায় জানান নিগমের পক্ষ থেকে নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই ৭৩ টি নতুন গাড়ির টেন্ডার হয়ে গেছে। আরো কিছু নতুন বাস কেনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কৃষ্ণনগর ও ডালখোলায় দুটি নতুন বাস টার্মিনাস গড়ে তোলা হবে। সে বিষয়ে পরিবহন মন্ত্রকের ছাড়পত্র চেয়ে পাঠানো হয়েছে। পুরোনো বেশ কিছু বাস ডিপোকে নতুন করে সাজিয়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিপার্টমেন্টে অফিসিয়াল কর্মী ও কন্ডাক্টর ড্রাইভারের সংকট রয়েছে । সে বিষয়ে পরিবহন মন্ত্রকে জানিয়েছি। ফিন্যান্স দপ্তরে সে বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি দ্রুততার সাথে সমাধান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সবুজের পথে হাতছানি ট্যুরিস্ট প্রকল্পটিকে আরো বড় করে সাজিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি। শিলিগুড়ি থেকে পর্যটকদের জন্য ট্যাক্সি পরিষেবা রয়েছে সেটাকেও বড় করে সাজিয়ে তোলা হবে।
তিনি আরো জানান কলকাতা থেকে উত্তরবঙ্গগামী বাসের সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ । উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের প্রতিষ্ঠাতা মহারাজা জগদ্দিপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের একটি পূর্ণাঙ্গ ব্রোঞ্জের মূর্তি কোচবিহার পরিবহন ভবনের সামনে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বিশেষ করে যে সকল ভ্যাকান্ট ল্যান্ড ও টার্মিনাস রয়েছে দপ্তরের অধীনে সেগুলিকে কাজে লাগিয়ে বিকল্প আয় কি ভাবে বাড়ানো যায় সে বিষয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত আজকের বোর্ড মিটিংয়ে গ্রহণ করা হয়েছে।