৯ এবং ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলন| জি ২০ সম্মেলনের এইবারের স্লোগান এবার ভারতের সময় :-
৯ এবং ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলন| জি ২০ সম্মেলনের এইবারের স্লোগান এবার ভারতের সময়| বিশ্বের ২০ টি বড়ো অর্থনীতির দেশ, নেতারা জলবায়ু পরিবর্তনের সমস্যা ও তার মোকাবিলায় তহবিল বৃদ্ধি, খাদ্যের দাম বৃদ্ধির বিষয়ের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করবেন| আলোচনা করে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করবেন| চিন এবং রাশিয়ার শীর্ষপ্রধান অর্থাত্ প্রেসিডেন্টরা শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না| জিনপিং ও পুতিনের বদলে যোগ দিচ্ছেন তাঁদের প্রতিনিধিরা| সূত্রের খবর জি২০ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক করবেন| যে রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তিনি একের পর এক আলোচনা করবেন তাদের মধ্যে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের এমানুয়েল ম্যাত্র্োঁ| সুত্র মারফত জানা যায়, প্রধানমন্ত্রী মোদী দ্বিপাক্ষিক বৈঠকে সরকারি বাসভবনে মার্কিন প্রেসিডেন্ট ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন| মরিশাসের রাষ্ট্রপ্রধানের সঙ্গেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক রয়েছে| জো বাইডেন জি২০ সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যেই ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন| শনিবার জি২০ সামিটে যোগ দেওয়ার পাশাপাশি যুক্তরাজ্য, জাপান, জার্মানি ও ইতালীর নেতাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন| জো বাইডেন, তিনি নিশ্চিত করেছেন তিনি নয়াদিল্লি আসছেন এবং জি ২০ সম্মেলনে যোগ দেবেন পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণের জন্য ভারত যে সকল দেশগুলিকে আমন্ত্রণ জানিয়েছে তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশ| জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা| থাকছেন আরো অনেক রাষ্ট্রপ্রধানরা| যারা নানা বিষয়ে নেতত্ব দেবেন জি২০ সম্মেলনে| জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না যাঁরা, তাঁদের মধ্যে অন্যতম দুই চর্চিত নাম রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং| উল্লেখ্য, গত দুবছরেও পুতিন উপস্থিত ছিলেন না| তাঁর বদলে যোগ দিয়েছিলেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ| ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির উপস্থিতিও এবার অনিশ্চিত|