৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচনী প্রচারে গিয়ে এমন প্রতিশ্রুতি কী করে ঘোষণা করে দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় BJP-র প্রশ্ন

High News Digital Desk:

নির্বাচনী প্রচারে গিয়ে এমন প্রতিশ্রুতি কী করে ঘোষণা করে দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় BJP-র প্রশ্ন:

৫ সেপ্টেম্বর, মঙ্গলবার ধূপগুড়িতে উপনির্বাচন। এখানকার বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে উপনির্বাচন হচ্ছে। উপনির্বাচনের প্রচারে শনিবার ধূপগুড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চে তাঁর বক্তৃতার মাঝেই উপস্থিত জনতা সমস্বরে আবেদন জানান, ধূপগুড়িকে আলাদা মহকুমা করতে হবে। তা শুনে অভিষেক জানতে চান, সকলেই কি তাই চান? সকলেই জানান, আলাদা মহকুমাই তাঁদের একমাত্র দাবি। এরপরই অভিষেক বলেন, “আমি কথা দিয়ে কথা রাখি। আমি কথা রাখার ছেলে। আমি দাবি শুনে বলতে পারতাম, মহকুমা হবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। কিন্তু আমি নিজের কাঁধে দায়িত্ব নিচ্ছি। এখন থেকে সবুজ আবির খেলতে শুরু করুন। ৩১ ডিসেম্বরের আগে ধূপগুড়ি আলাদা মহকুমা হবে। কথা দিয়ে গেলাম।”BJP-র প্রশ্ন, নির্বাচনী প্রচারে গিয়ে এমন প্রতিশ্রুতি কী করে ঘোষণা করে দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। একইসঙ্গে তাদের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ, রাজ্যের প্রশাসনে তাঁর কোনও ভূমিকা নেই। শনিবার ধূপগুড়ির ফণীর মাঠের সভায় ঠাসা ছিল ভিড়। সেখানে প্রায় ৪২ মিনিটের বক্তব্যে কংগ্রেস-সিপিএমের প্রসঙ্গেই যাননি তিনি। তবে সেই জায়গায় আগাগোড়াই ছিল ইন্ডিয়া জোটের কথা।

Scroll to Top