২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

যাত্রীদের সুবিধার জন্য এবার শিয়ালদায় এলো নয়া প্রযুক্তি| শিয়ালদার কন্ট্রোল অফিসে বসানো হয়েছে ট্রেন ম্যানেজমেন্ট সিস্টেম

High News Digital Desk:

যাত্রীদের সুবিধার জন্য এবার শিয়ালদায় এলো নয়া প্রযুক্তি| শিয়ালদার কন্ট্রোল অফিসে বসানো হয়েছে ট্রেন ম্যানেজমেন্ট সিস্টেম :-

শিয়ালদহ স্টেশন রাজ্যের ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে অন্যতম| প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতাযাত করে এই স্টেশন থেকে | কেউ যান কাজে, কেউ যান অন্য কোনও প্রয়োজনে| একাধিক শাখায় একগুচ্ছ ট্রেন রওনা হয় শিয়ালদহর বিভিন্ন প্লাটফর্ম থেকে| সকাল থেকে রাত চড়ান্ত ব্যস্ততার ছবি ধরা পড়ে শিয়লদহ স্টেশনে| শিয়ালদহ স্টেশনে বসলো নয়া প্রযুক্তি| ট্রেনগুলির পরিষেবা নিয়ন্ত্রণে রাখতেই এই ব্যবস্থা| বিপুল সংখ্যক ট্রেন স্টেশন থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত পৌছে যায় প্রতিনিয়ত মূলত সেগুলির ওপর নজর রাখার জন্য এলো নয়া প্রযুক্তি| শুক্রবারই ট্রেন ম্যানেজমেন্ট সিস্টেম চালু হয় শিয়ালদহে| এই ব্যবস্থা কার‌্যকর করার ফলে ট্রেন দেরিতে চলার সম্ভাবনা অনেকটাই কমে যাবে, দুর্ঘটনার প্রবণতাও কমবে বলে দাবি করেছেন রেলের আধিকারিকরা| ট্রেনের অবস্থান কোথায় করছে, কোনোও অসুবিধায় পড়েছে কিনা তা সহজেই ৱুঝতে পারবেন আধিকারিকরা| সিগন্যাল, ট্রাকের অবস্থা ঠিক কীরকম তা সহজেই বোঝা যাবে এই প্রযুক্তির মাধ্যমে| কোনও কারণে ট্রেন অন্যপথে ঘুরিয়ে দিতে হবে কিনা সেই নির্দেশও পাওয়া যাবে অপেক্ষাকৃত অনেক তাড়াতাড়ি| যাত্রীদের সুযোগের সাথে সাথে হয়রানিও অনেকটাই কমবে| শুধু তাই নয়, যাত্রীরা সঠিক সময়ে গন্তব্যে পৌছে দিতে পারবেন বলেও মনে করা হচ্ছে| আরও আধুনিক হবে লৌাকাল ট্রেন চলাচল যাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ| রেল সূত্রে খবর, আপাতত শিয়ালদহ- রানাঘাট শাখার জন্য এই ব্যবস্থা কার‌্যকর হবে| পরে এর পরিধি আরও বিস্তৃত করা হবে|

Scroll to Top