২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

 উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যের দায়িত্ব পালন করবেন রাজ্যপাল

High News Digital Desk:

উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যের দায়িত্ব পালন করবেন রাজ্যপাল :

উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যের দায়িত্ব পালন করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের এই সিদ্ধান্ত বলে রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছে। যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই সেখানে পড়ুয়াদের সার্টিফিকেট–সহ অন্য কিছু পেতে আর অসুবিধা হবে না। তবে এই সিদ্ধান্তের ফলে পড়ুয়াদের সঙ্গে সরাসরি রাজ্যপালের সাক্ষাৎ হবে। একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজপাল সংঘাত ক্রমশ চওড়া হয়েছে। রাজ্যপালের অনেক সিদ্ধান্তে খুশি হয়নি রাজ্য সরকার। মাঠে নেমে তোপ দেগেছেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সুর চড়িয়েছিলেন ওমপ্রকাশ মিশ্র, গৌতম পালের মতো শিক্ষাবিদেরা। অন্যদিকে ছেড়ে কথা বলেননি রাজ্যপালও। বিতর্কের মধ্যেই রাশ রেখেছেন নিজের হাতেই।  রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেন আচার্য, রাজ্যপাল সিভি আনন্দ বোস। একটি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অবশ্য নিয়োগপত্র গ্রহণ করেননি। বাকি ১০ জন উপাচার্য নিয়োগের বৈধতা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল হাইকোর্টে। রাজ্যের যে ১৪টি বিশ্ববিদ্যালয় এখন উপাচার্যহীন, সেগুলিতে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আচার্য নিজেই দায়িত্ব পালন করবেন। আসলে এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে সরাসরি রাজ্যের শিক্ষা দফতরের ভিতরে ঢুকে পড়তে চাইছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বলে মনে করা হচ্ছে। পড়ুয়ারা যাতে যে কোনও অভিযোগ জানাতে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন, সে জন্য একটি ইমেল অ্যাড্রেস এবং ফোন নম্বরও দেওয়া হয়েছে বিবৃতিতে। পড়ুয়ারা অনলাইনে আগাম জানিয়ে রাজভবনে আচার্যর সঙ্গে সরাসরি দেখা করতে পারবেন বলেও জানানো হয়েছে।

Scroll to Top