মুক্তি পেল রাজবংশী শর্ট ফিল্ম রাখি বন্ধন :-
রাজবংশী শর্ট ফিল্ম ‘রাখি বন্ধন’ এর উদ্বোধন করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। বুধবার রাখি বন্ধন উৎসবের পুন্য লগ্নে কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাবে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শর্ট ফিল্মটির উদ্বোধন করা হয়। রাজবংশী কামতাপুর ভাষায় বহু গান, নাচ, শর্ট ফিল্ম বিভিন্ন ইউটিউব চ্যানেল দৌলতে আজকাল বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে। বিএস ফিল্ম প্রোডাকশন এই সিনেমাটি নির্মাণ করেছে। প্রডিউসার বোলেন ঈশোর জানান, আজ এই শর্ট ফিল্মটি মুক্তি পাওয়ায় তিনি খুব খুশী। আগামীতে আরও অনেক ভালো কাজ করার ইচ্ছে রয়েছে। এর আগেও তিনি বেশ কয়েকটি ডকুমেন্টারি করেছেন বলে জানান তিনি।
রাখি বন্ধন সিনেমাটি সমাজকে যে বার্তাটি দেয় তা হল, জাত পাতের বিভেদের ঊর্ধ্বে থেকে মানুষ হওয়াটাই আসল। আর সেই শিক্ষাটা শিশুকাল থেকেই দেওয়া উচিত। সিনেমার মূল বিষয় দুটি বাচ্চাকে ঘিরে আবর্তিত। সেখানে একজন বড় লোকের মেয়ে আর অন্যজন সুইপারের মেয়ে তাদেরকে ঘিরেই গড়ে উঠেছে সিনেমাটি। জন্ম দিয়েই শুধুমাত্র কারোর পরিচয় হয় না মানুষ হিসাবে বড় হওয়া এবং দেশকে ভালোবাসাটাই আসল কথা। মানুষের মধ্যে এই শুভ বোধ জাগানোর জন্যই সিনেমাটি তৈরী করা হয়েছে বলে জানালেন কুশীলবের একজন। রাখি বন্ধনের শুটিং হয়েছে শীতলখুচি ব্লকে। এটি দেখা যাবে তরাই টিভি এবং ইউটিউব চ্যানেলে। শর্ট ফিল্মটি উদ্বোধন করে রবীন্দ্রনাথ ঘোষ জানান, আমাদের এই জেলায় রাজবংশী ভাষা কথা বলা মানুষের সংখ্যা প্রচুর। আমাদের গ্রামেগঞ্জে বহু প্রতিভা লুকিয়ে আছে। যারা বাইরের অন্য সব বড় বড় শহরের থেকে কম নয়। আমাদের সরকার এদেরকে তুলে ধরতে চাইছে। সিনেমাটিতে অভিনয় করেছে মৃত্তিকা বর্মন, পল্লবী প্রধান, জয়িতা বর্মন, পায়েল রায় প্রমূখ।