- ৩ সেপ্টেম্বর ওডিআই বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হতে পারে
ওডিআই বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হতে পারে ৩ সেপ্টেম্বর। আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপে যে ১০টি দল যোগ দিচ্ছে, তাদের ৫ সেপ্টেম্বরের মধ্যে ১৫ জনের নাম ঘোষণা করতে হবে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দলে বদল করার সুযোগ থাকবে। তবে ৫ সেপ্টেম্বরের মধ্যেই দল ঘোষণা করে দিতে হবে। এশিয়া কাপের দল ঘোষণা করার সময় বিসিসিআই-এর প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছিলেন, ৫ সেপ্টেম্বর ভারতীয় দল ঘোষণা করা হতে পারে। তবে সোমবার জানা গিয়েছে, তার আগেই দল ঘোষণা করা হতে পারে। এশিয়া কাপের দলে আছেন- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কে এল রাহুল, ঈশান কিশান, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহালকে এশিয়া কাপের দলে রাখা হয়নি। এই ২ স্পিনারই হতাশা প্রকাশ করেছেন। তবে তাঁদের বিশ্বকাপের দলে থাকার সম্ভাবনা কার্যত নেই। ১৫ জনের মূল দলের পাশাপাশি ৩ জন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হতে পারে। এশিয়া কাপের দলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে সঞ্জু স্যামসনকে। তিনি দলের সঙ্গেই আছেন। বিশ্বকাপের দলেও রাখা হতে পারে সঞ্জুকে। গত কয়েক বছরে বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরা ফিট হয়ে ওঠায় ভারতীয় দলের বোলিং বিভাগ নিয়ে চিন্তা দূর হয়েছে। ওডিআই বিশ্বকাপের বুমরাই ভারতের বোলিং বিভাগের নেতৃত্বে থাকবেন।