৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

দ্বিতীয়বার বাবা হলেন যুবরাজ সিং, সদ্যোজাতের ছবি পোস্ট করে ভক্তদের সুখবর দেন যুবরাজ সিং

High News Digital Desk:
  • দ্বিতীয়বার বাবা হলেন যুবরাজ সিং সদ্যোজাতের ছবি পোস্ট করে ভক্তদের সুখবর দেন যুবরাজ সিং

দ্বিতীয়বার বাবা হলেন যুবরাজ সিং। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী হেজেল কিচ।  সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাতের ছবি পোস্ট করে ভক্তদের সুখবর দেন যুবরাজ সিং। কন্যার নাম রেখেছেন ‘অরা’। যুবরাজ সুখবর জানানোর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনবার্তার ঝড়। যুবরাজ সিংহের ভক্ত ও অনুরাগীরা অভিনন্দন জানিয়েছেন। মিষ্টি এক ক্যাপশন দিয়ে পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানিয়েছেন যুবরাজ। পরিবারের চারজনের একটি ছবিও পোস্ট করেন বিশ্বকাপজয়ী অলরাউন্ডার। ২০১৬ সালে দীর্ঘদিনের বান্ধবী হেজেল কিচকে বিয়ে করেন যুবরাজ। তারপর ২০২২ সালে জন্ম হয় তাঁদের প্রথম সন্তানের। গত বছরই জন্ম নেয় যুবরাজ ও হেজেলের পুত্র অরিয়ন। তারপরেই শুক্রবার দম্পতির কোল আলো করে আসে কন্যাসন্তান। দুই সন্তানকে নিয়ে সস্ত্রীক ছবি পোস্ট করেন যুবরাজ। সেই ছবির ক্যাপশন থেকেই জানা যায়, সদ্যোজাত কন্যার নাম রেখেছেন ‘অরা’। ভারতীয় ক্রিকেটের অন্যতম স্মরণীয় নাম যুবরাজ সিং। দু’বার বিশ্বকাপ জিতেছেন তিনি। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ওভারে তাঁর ছয় ছক্কার নজির এখনও টাটকা ক্রিকেটপ্রেমীদের মনে। ২০১১ সালে যুবরাজ সিংয়ের অলরাউন্ড পারফরম্যান্সে ভর করেই ঘরের মাঠে বিশ্বকাপ জেতে ভারত। ক্যানসার আক্রান্ত হয়েও মাঠে পুরোদমে লড়াই চালিয়ে গিয়েছিলেন তিনি। ক্যানসারকে জয় করে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাকও করেন। ২০১৯ সালে অবসর নেন তিনি।

Scroll to Top