- নীরজ চোপড়া বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলেন , সোনা জয়ের স্বপ্ন দেখাচ্ছেন দেশবাসীকে
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের লক্ষ্যে আরও একধাপ এগোলেন নীরজ চোপড়া । শুক্রবার প্রথম থ্রোয়েই যোগ্যতা অর্জনের মাপকাঠি পেরিয়ে যান তিনি। চলতি মরশুমে নিজের সেরা থ্রো করেন ভারতের সোনার ছেলে। তাঁর প্রথম থ্রো ৮৮.৭৭ মিটার পর্যন্ত যায়। আগামী রবিবার ফাইনালে নামবেন নীরজ। ফাইনালে ওঠার জন্য মাপকাঠি বা কোয়ালিফিকেশন মার্ক নির্ধারিত ছিল ৮৩ মিটারের। চলতি মরশুমে সেরা থ্রো-র নিরিখে ভালদেচের পরেই আপাতত রয়েছেন নীরজ। ওরেগনে গত বছর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন নীরজ। সেবার রুপো জিতেই তাঁকে সন্তুষ্ট থাকতে হয়েছিল। গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স বিশ্ব চ্যাম্পিয়ন হন। এবার নীরজ যদি ফাইনালে সোনা জেতেন তাহলে জ্যাভলিনে ভারতের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হবেন তিনি। বাছাই পর্বের নিজের প্রথম থ্রোয়েই ফাইনালে উঠে যান নীরজ। চলতি মরশুমে এটাই তাঁর সেরা থ্রো। সোনা জয়ের লড়াইয়ে আগামী রবিবার ফাইনাল খেলতে নামবেন জ্যাভলিন তারকা। ২০২২ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে অল্পের জন্য সোনার পদক নীরজের হাতছাড়া হয়। অধরা সোনার লক্ষ্যে এগোতে গিয়ে প্রথম ধাপ পার করে ফেলেছেন নীরজ। মরশুমের সেরা থ্রো করে আরও এক সোনা জয়ের স্বপ্ন দেখাচ্ছেন দেশবাসীকে।