৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

মিজোরামে রেলব্রিজ ভেঙে মৃত অন্তত১৭, আহত বহু

High News Digital Desk:

মিজোরামে রেলব্রিজ ভেঙে মৃত অন্তত১৭, আহত বহু :-

ভয়াবহ দুর্ঘটনা কবলে মিজোরাম| আজ অর্থাত্ ৱুধবার সকাল ১০টা নাগাদ মিজোরামে নির্মীয়মাণ রেল ব্রিজ ভেঙে পড়ল| দুর্ঘটনায় অন্তত ১৭ জন শ্রমিকের মৃতু্য ঘটেছে বলেও জানা গিয়েছে ইতিমধ্যে| জানা যায়, দুর্ঘটনাটি ঘটেছে সাইরাঙে| সাইরাং আইজল থেকে ২১ কিলোমিটার দূরে অবস্থিত|
একজন পুলিশ কর্মকর্তা জানান, এখনও পর‌্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে| এখনো ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছেন বহু| ৩০ থেকে ৪০ জন শ্রমিক ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকতে পারে বলেও অনুমান| চলছে
তাঁদের দ্রুত উদ্ধার করার কাজ| স্বাভাবিকভাবেই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা তাদের| প্রসঙ্গত, সেখানে যে ব্রিজ করা হচ্ছে তা প্রায় ১০৪ মিটার উঁচু| এটি কুতুব মিনারের থেকেও প্রায় ৪২ মিটার বেশি উঁচু| মিজোরাম তথা আইজলকে দেশের রেল মানচিত্রে যুক্ত করার জন্য এই রেল ব্রিজ তৈরি করা হচ্ছে|

মর্মান্তিক এই দুর্ঘটনায় দুঃখ দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| টু্যইটে নিহতদের উদ্দেশে শোকজ্ঞাপন করে তিনি লেখেন- আজ মিজোরামে একটি নির্মীয়মাণ রেলওয়ে সেতুর ভেঙে পড়ায় আমি শোকস্তব্ধ| মালদা জেলার কয়েকজন সহ সাইটকর্মী প্রাণ হারিয়েছেন| মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছি মিজোরাম প্রশাসনের সঙ্গে উদ্ধারসহায়তা অভিযানে সহযোগীতা করতে| মালদা জেলা প্রশাসনকে সমস্ত সাহায্য করব| শোকাহত পরিবারগুলির কাছে পৌঁছনোর জন্য বলা হয়েছে| আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের যত তাড়াতাড়ি সম্ভব উপযুক্ত ক্ষতিপূরণ দেব| নিহতদের পরিবারের প্রতি সমবেদনা|

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা| শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন| এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তিনি বলেন, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন আমি তাদের প্রতি সমবেদনা জানাই| আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি| উদ্ধার অভিযান চলছে| ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে| এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে|

Scroll to Top