৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

ইউক্রেনের ড্রোন হামলায় ধ্বংস রাশিয়ার সুপারসনিক বোম্বার

High News Digital Desk:

ইউক্রেনের ড্রোন হামলায় ধ্বংস রাশিয়ার সুপারসনিক বোম্বার :-

আবারো টক্কর! রাশিয়ার বোমারু বিমান ধ্বংস করল ইউক্রেন| সম্প্রতি রাশিয়ার ভিতরে হামলা চালিয়ে দূরপাল্লার একটি রুশ সুপারসনিক বোমারু বিমান ধ্বংস করেছে ইউক্রেন|
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গিয়েছে, সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে সোলটসি-২ বিমানঘাঁটিতে একটি টুপেলভ টিইউ-২২ জঙ্গিবিমানে আগুন ধরে গিয়েছে| হামলার ফলে এয়ারফিল্ড পার্কিং লটেও আগুন ধরে যায়| তবে পরে তা দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে|
ধ্বংসপ্রাপ্ত উড়োজাহাজটি একটি টুপোলেভ টিইউ-২২ মডেলের সুপারসনিক বোমারু উড়োজাহাজ যা শব্দের দ্বিগুণ গতিতে উড়তে পারে| রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হামলা চালানোর কাজে এই মডেলের উড়োজাহাজ ব্যবহার করে আসছে রাশিয়া|

Scroll to Top