৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃতু্যর ঘটনায় এবার গান গেয়ে প্রতিবাদে সরব হলেন স্বপন দত্ত বাউল

High News Digital Desk:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃতু্যর ঘটনায় এবার গান গেয়ে প্রতিবাদে সরব হলেন স্বপন দত্ত বাউল :-

নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃতু্যর ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি| র‌্যাগিংয়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে সব মহল| এবার রাগিংয়ের বিরুদ্ধে সোচ্চার হলেন রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রী পুরস্কারপ্রাপ্ত স্বপন দত্ত বাউল| বিনা পারিশ্রমিকে তিনি গান গেয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় সচেতনতামূলক প্রচার সারলেন| এবার যাদবপুরের ছাত্রমৃতু্যর ঘটনায় গান গেয়ে প্রতিবাদে সরব হলেন স্বপন দত্ত বাউল| এদিন হুগলি জেলার কোন্নগরের নবগ্রাম হিরালাল পাল কলেজের সামনে গান গেয়ে র‌্যাগিংয়ের বিরুদ্ধে সোচ্চার হন স্বপন দত্ত বাউল| কলেজের গেটের সামনে এদিন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে গান গেয়ে ছাত্রমৃতু্যর ঘটনার প্রতিবাদ জানান এবং র‌্যাগিংয়ের বিরুদ্ধে সোচ্চার হন তিনি| এদিন স্বপন দত্ত বাউল বলেন, মহাভারতের সময় দুঃশাসন ছিল, বতমান সময়েও আছে| কিন্তু তাঁদের আটকাতে হবে| রাজ্যের সমস্ত মানুষকে এক হয়ে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে এই ঘটনার প্রতিবাদ করতে হবে| যাতে আর কোনও মায়ের কোল খালি না হয়| অনেক আশা নিয়ে ছাত্র-ছাত্রীরা নামী বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনা করতে আসে| এরপর তাঁদের র‌্যাগিংয়ের শিকার হয়ে প্রাণ হারাতে হয়| এর বিরুদ্ধে সকলকে একসঙ্গে প্রতিবাদ করতে হবে| এছাড়াও স্বপন দত্ত বাউল আরও বলেন, যাদবপুরের যেসব ছাত্র-ছাত্রীরা বলছে সেটা তাঁদের দ্বিতীয় বাড়ি, সেখানে নেশা করা যায়, তাঁদের আগে শাস্তি দিতে হবে| পাশাপাশি যাঁরা-যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের এত কঠোর শাস্তির প্রয়োজন, যে তা দেখে অন্যরা আর এসব করার সাহস না পায়| যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত জায়গায় সিসিটিভি লাগানো প্রয়োজন, যাতে দোষীদের শনাক্ত করে শাস্তি দেওয়া যায়| এছাড়াও বহিরাগতদের প্রবেশ বন্ধ করা প্রয়োজন| এই বিষয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়েরই একসঙ্গে মিলিতভাবে ব্যবস্থা নেওয়া প্রয়োজন| এবিষয়ে ছাত্র-ছাত্রীদের অভিভাবক এবং বাড়ির সদস্যদের আরও সচেতন হওয়া দরকার, যাতে পড়তে এসে তাঁদের বাড়ির ছেলেমেয়েরা আদতে শিক্ষাপ্রতিষ্ঠানে কি আচরণ করছে তার খবর অভিভাবকরা রাখতে পারেন|

Scroll to Top