‘INDIA’S GOT TALENT’ কম্পিটিশনে মুখ উজ্জ্বল করতে চলেছে শ্যামনগরের আস্থা :-
নিজস্ব সংবাদদাতা: শ্যামনগরের ‘আস্থা’| রাজ্যের গণ্ডি পেরিয়ে এবার দেশের ডান্স ট্যালেন্ট কম্পিটিশনে মুখ উজ্জ্বল করতে চলেছে শ্যামনগর পীরতলার বাসিন্দা আস্থা সরকার| ভাটপাড়া পুরসভার অন্তর্গত শ্যামনগর পীরতলা এলাকার বাসিন্দা সজল সরকারের কন্যা আস্থা সরকার জায়গা করে নিয়েছে ‘INDIA’S GOT TALENT’-এর মঞ্চে| মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করা ২০০ জন প্রতিযোগীর মধ্যে ১৬ জন প্রতিযোগীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছিল| যে তালিকায় জায়গা করে নিয়েছে আস্থা সরকার| এই খবর ছড়িয়ে পড়তেই শ্যামনগরের গোটা এলাকা জুড়ে উত্সবের মেজাজ| মেয়ের এই সাফল্যে খুশি হয়ে আস্থার পরিবারের সদস্যরা জানালেন, দুবছর বয়স থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল আস্থার| সেই প্রতিভাকে ধরে রেখেই আজ নিজের জায়গা তৈরি করে নিয়েছে সে| তবে তাঁরা এও জানাচ্ছেন, এখনও আস্থার অনেকটা পথ-চলা বাকি| সকলের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আস্থা আগামী দিনে যাতে আরও সাফল্য লাভ করে, সেই কামনাই করেছেন পরিবারের লোকজন| তবে জগদ্দল বিধানসভার অন্তর্গত শ্যামনগরের মেয়ের এই সাফল্যের খবরে খুশি বিধায়ক সোমনাথ শ্যামও| তিনি জানিয়েছেন, ‘INDIA’S GOT TALENT’ ডান্স প্রতিযোগিতায় জগদ্দল বিধানসভার মেয়ে আস্থা স্থান করে নিয়েছে, এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়| আমি চাই সবাই ওঁর পাশে থাকুক’|